TRENDING:

General Knowledge: আপনি কতটা বুদ্ধিমান? মাত্র এই 'তিনটি' প্রশ্নেই লুকিয়ে রয়েছে উত্তর! পরীক্ষা করে দেখতে চান?

Last Updated:
General Knowledge|| How Intelligent Are You: শারীরিক নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করিয়ে সহজেই জেনে নেওয়া যায় হার্ট কেমন কাজ করছে আর হাড় কতটা শক্ত। কিন্তু বুদ্ধিতে আপনি কতটা এগিয়ে? মাথায় আপনার বুদ্ধি কতখানি তা কেমন করে বুঝবেন বলুন তো?
advertisement
1/10
আপনি কতটা বুদ্ধিমান? মাত্র ৩টি প্রশ্নেই লুকিয়ে রয়েছে উত্তর! পরীক্ষা করে দেখুন...
শরীর নিয়ে কম বেশি সবাই আজকাল সচেতন। শরীর ঠিক আছে না বেঠিক, আর ঠিক থাকলেও ঠিক কতটা সুস্থ ও মজবুত তা বোঝার জন্য তো রয়েছে হাজার একটা পরীক্ষা নিরীক্ষা। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে শারীরিক নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করিয়ে সহজেই জেনে নেওয়া যায় হার্ট কেমন কাজ করছে আর হাড় কতটা শক্ত। কিন্তু বুদ্ধিতে আপনি কতটা এগিয়ে? মাথায় আপনার বুদ্ধি কতখানি তা কেমন করে বুঝবেন বলুন তো?
advertisement
2/10
কোনও ব্যক্তির মাথায় যে কতটা বুদ্ধি তা বোঝা বেশ কঠিন। আর কেউই বড় একটা এমন বিষয় খুঁটিয়ে দেখেন না সচরাচর। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, নিজের বুদ্ধিমত্তা বা আইকিউ মূল্যায়ন করতে পৃথিবীর সবচেয়ে সহজ উপায় হল—তিনটি প্রশ্নের উত্তর দেওয়া। এই তিন প্রশ্নের উত্তর মিলিয়ে দেখলেই আপনি বুঝে যাবেন ঠিক কতটা বুদ্ধি আপনার মাথায়।
advertisement
3/10
এখন জেনে নেওয়া যাক, বুদ্ধির বিকাশ কতটা বোঝার জন্য নিজেকে কোন তিন প্রশ্ন করতে হবে?
advertisement
4/10
১) একটি ব্যাট এবং একটি বলের মোট দাম ৪০০ টাকা। যদি ব্যাটের দাম বলের চেয়ে ২০০ টাকা বেশি হয়, তা হলে ব্যাটের দাম কত?
advertisement
5/10
২) পাঁচ মিনিটে, পাঁচটি মেশিন, পাঁচটি কাজ করে। ১০০টি মেশিন দিয়ে, ১০০টি কাজ করতে কত সময় লাগবে?
advertisement
6/10
৩) একটি ঝিলে প্রতিদিন একটি করে শালুক ফুল দেখা যায়। প্রতিদিন তা আকারে দ্বিগুণ হয়। তা হলে পুরো ঝিলে শালুক ফুল ভরতে কতদিন লাগবে?
advertisement
7/10
আগে থাকতে ছক কষে উত্তর হাতের কাছে রেখে দিন এ বার দেখুন আপনার উত্তর মিলল কিনা। এই রইল তিন প্রশ্নের সঠিক উত্তর। নিম্নলিখিত উত্তরগুলি মিলিয়ে দেখেই বুঝে নিন আপনি বোকা না বুদ্ধিমান আর কতটাই বা বুদ্ধি আপনার মস্তিষ্কে?
advertisement
8/10
১) সঠিক উত্তর : ধরা যাক বলের দাম x তা হলে, ব্যাটের দাম x+২০০ টাকা বল + ব্যাট = x + (x+২০০) = ৪০০ ২x + ২০০ = ৪০০ ২x = ৫০০-৪০০ X = ২০০/২ X = ১০০ বলের দাম ১০০টাকা।
advertisement
9/10
২) সঠিক উত্তর: পাঁচটি মেশিন, যদি পাঁচ মিনিটে, পাঁচটি কাজ শেষ করে তা হলে একটি মেশিনে, একটি কাজ করতে সময় লাগে পাঁচ মিনিট। সে ক্ষেত্রে ১০০টি মেশিনের ১০০টি কাজ করে সময় লাগবে পাঁচ মিনিট।
advertisement
10/10
৩) সঠিক উত্তর: যদি কুঁড়ি থেকে ফুল দ্বিগুণ আকারে বড় হতে এক দিন সময় লাগে, তা হলে সম্পূর্ণ ফুটে যাওয়া ফুলগুলি শুকিয়েও যাবে। তাই সম্পূর্ণ লেক কখনওই ভরবে না। লেকের যে প্রান্ত থেকে ফুল ফোটা শুরু হয়েছিল, সেই অর্ধেক ভর্তি হতেই ৪৭ দিন সময় লাগবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
General Knowledge: আপনি কতটা বুদ্ধিমান? মাত্র এই 'তিনটি' প্রশ্নেই লুকিয়ে রয়েছে উত্তর! পরীক্ষা করে দেখতে চান?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল