Garlic Peeling Easy Tips: রসুন ছাড়াতে গেলেই কান্না পায়? ৫ মিনিটে ছাড়িয়ে ফেলুন ৫০০ গ্রাম, সহজ এই উপায়ে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Garlic Peeling Easy Tips: রসুন ছাড়াতে গেলেই কান্না পায়? এ বার মুশকিল আসান। ৫ মিনিটেই ছাড়িয়ে ফেলুন ৫০০ গ্রাম রসুন! রইল সহজ উপায়।
advertisement
1/11

রসুন ছাড়াতে গেলেই কান্না পায়? এ বার মুশকিল আসান। ৫ মিনিটেই ছাড়িয়ে ফেলুন ৫০০ গ্রাম রসুন! রইল সহজ উপায়।
advertisement
2/11
আমিষ রান্নায় রোজ প্রচুর পরিমাণে রসুন লাগে। খাবারের স্বাদ বাড়িয়ে দেয় এই এক সবজি। স্বাস্থ্যের পক্ষেও ভাল এই রসুন।
advertisement
3/11
ব্যথা বেদনার উপশমে কয়েক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার টোটকা ঘরে ঘরে জনপ্রিয়।
advertisement
4/11
তবে, রসুনের খোসা ছাড়াতে গিয়েই নাজেহাল হন অনেকেই। এত সময় রসুন ছাড়াতে দিতে চান না কেউ।
advertisement
5/11
তবে কিছু সহজ উপায় জানা থাকলে ১ মিনিটেই ছাড়িয়ে ফেলতে পারবেন রসুনের খোসা।
advertisement
6/11
বাজার থেকে বড় রসুন কিনুন বেছে। এবার রসুনের কোয়াগুলো ছাড়িয়ে একটা পাত্রে ঢুকিয়ে ঢাকনা বন্ধ করে কয়েকবার ঝাঁকিয়ে নিন।
advertisement
7/11
এর পর গরম জলে রসুনের কোয়াগুলো দিয়ে দিন। কিছুক্ষণ রেখে দিলেই যথেষ্ট। তার পর হাতে নিলেই দেখবেন উঠে আসছে রসুনের খোসা।
advertisement
8/11
এছাড়াও রয়েছে উপায়। শুরুতেই রসুনের কোয়া একটু থেঁতলে নিন। উঠে আসবে খোসা।
advertisement
9/11
রসুনের কোয়াগুলো মাথা থেকে ছুরি দিয়ে একটু কেটে নিলেই সহজে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। অল্প চাপ দিন মাথায়।
advertisement
10/11
রুটি বেলার মতো করে কোয়া বেলে নিন, খেয়াল রাখতে হবে যাতে থেঁতলে না যায় রসুন। খোসা সহজেই আলাদা হয়ে যাবে রসুন থেকে।
advertisement
11/11
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Garlic Peeling Easy Tips: রসুন ছাড়াতে গেলেই কান্না পায়? ৫ মিনিটে ছাড়িয়ে ফেলুন ৫০০ গ্রাম, সহজ এই উপায়ে!