TRENDING:

Garlic to Prevent Hair Problem: চুলের সব সমস্যা থেকে মুক্তি চান? তেলে মিশিয়ে নিন কয়েক কুচি রসুন, জানুন উপায়

Last Updated:
Garlic to Prevent Hair Problem: জানেন কি রসুনও খুবই কার্যকর চুল ভাল রাখার জন্য
advertisement
1/7
চুলের সব সমস্যা থেকে মুক্তি চান? তেলে মিশিয়ে নিন কয়েক কুচি রসুন, জানুন উপায়
চুলের যত্নে পেঁয়াজের কদর বহু দিনের৷ নানা ভাবে পেঁয়াজ চুলের যত্নে ব্যবহার করা হয়৷ কিন্তু জানেন কি রসুনও খুবই কার্যকর চুল ভাল রাখার জন্য৷
advertisement
2/7
নতুন চুল গজাতে এবং স্ক্যাল্পের পুষ্টিসাধনে রসুন খুবই উপকারী৷ রসুনে আছে সালফার বা গন্ধক৷ কোলাজেন উৎপাদন করে নতুন চুল জন্মাতে সাহায্য করে গন্ধক৷ স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে হেয়ার ফলিকলসের পুষ্টিসাধন করে৷ চুল ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে৷
advertisement
3/7
রসুন তেলের গুণে চুল মজবুত করে৷ চুলের ভঙ্গুরতা এবং স্প্লিট এন্ডসের সমস্যা রোধ করে রসুন তেল৷ নিয়মিত রসুন তেলের ব্যবহারে চুল মজবুত হয়৷
advertisement
4/7
রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকির সমস্যা রোধ করে৷ স্বাস্থ্যকর স্ক্যাল্প রাখতে সাহায্য করে রসুন৷ সার্বিকভাবে চুলের গোড়া মজবুত করে রসুনের উপাদান৷
advertisement
5/7
রসুন তেলে আছে ভিটামিন এবং মিনারেলস৷ ফলে চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় থাকে৷ সার্বিকভাবে চুলের স্বাস্থ্য অটুট থাকে৷
advertisement
6/7
রসুনের খোসা ছাড়িয়ে কুচি করে নিন৷ তার পর হেয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে নিন৷ এ বার ওই তেল স্ক্যাল্পে ও চুলে মালিশ করুন৷ আধঘণ্টা বা রাতভর রেখে তার পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন৷
advertisement
7/7
রসুনের গন্ধ অনেকেরই সহ্য হয় না৷ তাছাড়া রসুনতেল থেকে অ্যালার্জিও হতে পারে৷ তাই চুলে দেওয়ার আগে প্যাচ টেস্ট অবশ্যই করুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Garlic to Prevent Hair Problem: চুলের সব সমস্যা থেকে মুক্তি চান? তেলে মিশিয়ে নিন কয়েক কুচি রসুন, জানুন উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল