Garlic in Uric Acid Control: ১ কোয়া রসুন এভাবে খেলেই ম্যাজিক! ব্লটিং পেপারের মতো শুষে নেবে ইউরিক অ্যাসিডকে! কমবে অসহ্য ব্যথা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Garlic in Uric Acid Control: রসুনে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট আছে। ফলে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। শরীরে ইউরিক অ্যাসিড উৎপাদন কমে
advertisement
1/7

ইউরিক অ্যাসিডের সমস্যা ইদানীং অত্যন্ত জটিল হয়ে দেখা দিয়েছে। শরীর থেকে বর্জ্য হিসেবে এই অ্যাসিড বেরতে না পারলে দেখা দেয় গাঁটের ব্যথা-সহ একাধিক জটিল শারীরিক সমস্যা।
advertisement
2/7
ওষুধের পাশাপাশি একাধিক ঘরোয়া টোটকা আছে। সেগুলির মধ্যে অন্যতম রসুন। ইউরিক অ্যাসিড কমাতে রসুন অব্যর্থ। যদি ঠিকমতো খাওয়া হয়। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল।
advertisement
3/7
রসুনে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট আছে। ফলে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। শরীরে ইউরিক অ্যাসিড উৎপাদন কমে৷
advertisement
4/7
রোজ সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান৷ ফলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর৷
advertisement
5/7
রসুনের কোয়া পিষে তার রস বার করে মিশিয়ে নিন ঈষদুষ্ণ জলে৷ তার পর পান করুন৷
advertisement
6/7
কিছু রসুনকোয়া কুচিয়ে ফুটিয়ে নিন৷ তার পর চা বানিয়ে ছেঁকে নিয়ে পান করুন৷
advertisement
7/7
রসুনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ডাক্তারের পরামর্শ নিন৷ যদি কোনও সমস্যা না থাকে তাহলে ডায়েটে রাখুন এই মহৌষধ৷ উপকার পাবেন ইউরিক অ্যাসিড থেকে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Garlic in Uric Acid Control: ১ কোয়া রসুন এভাবে খেলেই ম্যাজিক! ব্লটিং পেপারের মতো শুষে নেবে ইউরিক অ্যাসিডকে! কমবে অসহ্য ব্যথা