Gardening Tips: বড় বড় বট অশ্বত্থ টবেই, কী ভাবে হবে জানুন? বনসাই করে তাক লাগিয়ে দিন পড়শিদের
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Gardening Tips: বট অশ্বত্থ কিংবা আম গাছের বনসাই তৈরি করেন বহু মানুষ। নানা পদ্ধতিতে এই বনসাই করেন তারা। যা ঘরের কিংবা বাগানের শোভা বৃদ্ধি করে।
advertisement
1/6

বড় বড় গাছ তো আমরা দেখে থাকি। কিন্তু জানেন কি গাছের শোভা বাড়ায় এই ধরণের ছোট ছোট উদ্ভিদ। বাজারে কিনতে গেলে দামও পড়ে বেশ।
advertisement
2/6
সামান্য টবে মাটি দিয়ে নানা পদ্ধতিতে বানানো হয় বনসাই। যার ডালপালা কম বিস্তৃত। দেখতেও বেশ সুন্দর লাগে।
advertisement
3/6
বট, অশ্বত্থ কিংবা আম গাছের বনসাই তৈরি করেন বহু মানুষ। নানা পদ্ধতিতে এই বনসাই করেন তারা। যা ঘরের কিংবা বাগানের শোভা বৃদ্ধি করে।
advertisement
4/6
বিশেষজ্ঞরা মনে করেন, একবছর অন্তর মাটি পরিবর্তন করা জরুরি।যেখানে মানুষের যাতায়াত কম, ধুলো ময়লা কম সেই সব স্থানে রাখা উচিত।
advertisement
5/6
পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা তথা বেলদা গঙ্গাধর একাডেমির অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক অতুলচন্দ্র জানা নিজের বাড়িতেই স্বল্প পরিসরে তৈরি করছেন বট, বকুল, আমের মত একাধিক গাছের প্রায় ১৫ থেকে ২০টি বনসাই।
advertisement
6/6
অতুল বাবু বলেন, ছোট পাত্রে বড় আকারের গাছকে ছোট করে রাখা এবং তার পরিচর্যা করে রাখাকে বলা হয় বনসাই। মূলত গাছের স্বাভাবিক বংশবৃদ্ধি আটকে, শাসনের মধ্য দিয়ে একটি গাছকে বড় করে সুদৃশ্য করে তোলাকে বনসাই বলে ধরা হয়। তবে সেই কাজ অত্যন্ত কষ্টসাধ্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening Tips: বড় বড় বট অশ্বত্থ টবেই, কী ভাবে হবে জানুন? বনসাই করে তাক লাগিয়ে দিন পড়শিদের