TRENDING:

Rajnigandha Gardening Tips: ৩ মাসে ১ বার এই পচা জল গাছের গোড়ায়! দিলেই রজনীগন্ধা ফুলে ছেয়ে যাবে ছাদের বাগান! মিষ্টি গন্ধে পাগল হয়ে যাবেন গ্রীষ্মের সন্ধ্যায়

Last Updated:
Rajnigandha Gardening Tips:অনেকেই চান বাড়ির বাগানে টবে রজনীগন্ধা চাষ করতে। কিন্তু বহু চেষ্টা করেও সফল হন না। তাঁদের জন্য রইল সহজ টিপস। এই টিপস মানলে টবের গাছেও ভরে থাকবে রজনীগন্ধা।
advertisement
1/7
৩ মাসে ১ বার এই পচা জল গাছের গোড়ায়! দিলেই রজনীগন্ধা ফুলে ছেয়ে যাবে ছাদের বাগান!
উৎসব থেকে শোকের আবহ-বাঙালি বাড়িতে রজনীগন্ধার ভূমিকা বিস্তৃত৷ কবিগুরুর গানে যেমন এই ফুল গন্ধসুধা ছড়ায়৷ পাশাপাশি, সাতের দশকের শুরুতে বাসু চট্টোপাধ্যায় পরিচালিত সুপারহিট ছবিতেও প্রেমের বার্তা বয়ে আনে এই সাদা ফুল৷
advertisement
2/7
অনেকেই চান বাড়ির বাগানে টবে রজনীগন্ধা চাষ করতে। কিন্তু বহু চেষ্টা করেও সফল হন না। তাঁদের জন্য রইল সহজ টিপস। এই টিপস মানলে টবের গাছেও ভরে থাকবে রজনীগন্ধা।
advertisement
3/7
টবের জন্য ভাল নার্সারি থেকে ছোট ছোট রজনীগন্ধার চারাগাছ কিনুন নার্সারি থেকে। বড় ১০ ইঞ্চির টবে একাধিক চারা পুঁতুন।
advertisement
4/7
পোকার আক্রমণ থেকে বাঁচাতে কীটনাশক স্প্রে করুন রজনীগন্ধা গাছে। নেতিয়ে পড়া ডাল কেটে ফেলুন।
advertisement
5/7
রজনীগন্ধা গাছে খুব বেশি সার দেওয়ার দরকার হয় না। মাসে একবার করে সরষের খোলপচা জল দিন।
advertisement
6/7
প্রতি ৩ মাসে একবার করে গাছের গোড়ায় দিন গোবরসার। নিয়মিত জল দিতে হবে গাছে। তবে গাছের গোড়ায় জল দাঁড়ালে চলবে না।
advertisement
7/7
রজনীগন্ধা গাছ সব সময় রোদে রাখুন। ছায়ায় এই গাছ ভাল থাকে না। দিনে যাতে ৭-৮ ঘণ্টা রোদে থাকে এই ফুলের গাছ, সেদিকে খেয়াল রাখুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rajnigandha Gardening Tips: ৩ মাসে ১ বার এই পচা জল গাছের গোড়ায়! দিলেই রজনীগন্ধা ফুলে ছেয়ে যাবে ছাদের বাগান! মিষ্টি গন্ধে পাগল হয়ে যাবেন গ্রীষ্মের সন্ধ্যায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল