Gardening Tips for Chilli Plant : যখন তখন দাম বাড়ছে লঙ্কার? বাজারে যেতে হবে না...এভাবে যত্ন নিন, বাড়ির টবেই হবে ঝুড়ি ঝুড়ি কাঁচালঙ্কা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gardening Tips for Chilli Plant : তাই বাজারে গিয়ে কাঁচালঙ্কা কেনার দরকারই হবে না। যদি বাড়িতেই প্রচুর ফলন হয়। কিছু টিপস মানলেই বাড়ির টবে প্রচুর কাঁচালঙ্কা ফলবে।
advertisement
1/11

যতই মশলা কম দিয়ে রাঁধুন না কেন, হেঁশেলে কাঁচালঙ্কা তো লাগবেই। রান্নার স্বাদ ও গুণ দুই-ই বাড়ে কাঁচালঙ্কার প্রভাবে।
advertisement
2/11
তীব্র গরমে অনেক সময়েই কাঁচালঙ্কার দাম হু হু করে বেড়ে যায়। বাজারে দেখা দেয় কাঁচালঙ্কার আকাল।
advertisement
3/11
তাই বাজারে গিয়ে কাঁচালঙ্কা কেনার দরকারই হবে না। যদি বাড়িতেই প্রচুর ফলন হয়। কিছু টিপস মানলেই বাড়ির টবে প্রচুর কাঁচালঙ্কা ফলবে।
advertisement
4/11
লঙ্কাগাছের জন্য মাটি ঝুরঝুরে হতে হবে। মাটিতে জল দাঁড়ালে চলবে না। দোআঁশ মাটি ৫০%, কম্পোস্ট ৪০%, বালি ১০% নিন। গাছে দিন গোবরসার, খোলপচা সার বা ভার্মিকম্পোস্ট।
advertisement
5/11
লঙ্কার চারাগাছে প্রথমে কড়া রোদে রাখবেন না। আলোছায়ায় রাখুন কিছুদিন। গাছের গোড়ায় যাতে জল না জমে, সেদিকেও খেয়াল রাখুন।
advertisement
6/11
প্রাথমিক অবস্থায় ৭ দিন অন্তর, তার পর ১৫ দিন অন্তর দিন সর্ষের খোল ভেজানো জল। লঙ্কাগাছ বেশি ঝাঁকড়া হয়ে গেলে ফুল আসবে না। তাই নিয়মিত কাটিং ও প্রুনিং করুন।
advertisement
7/11
ফুল আসার পর পটাশ সার দিন। রাসায়নিক সার না দিলে কলার খোসা মজানো জল দিন। তাহলে ফুল ঝরে যাবে না।
advertisement
8/11
ফুল না এলে বা ফুল এলেও ফল না ধরলে নাইট্রোজেন সমৃদ্ধ সার দেওয়া বন্ধ করুন। সর্ষের খোল, ইউরিয়া দেওয়া কমিয়ে দিলে ফুল আসবে। ফলও ধরবে প্রচুর।
advertisement
9/11
গাছের গোড়ায় জল জমতে দেবেন না। তাহলে পাতাও হলুদ হয়ে যাবে না। পাতাও কুঁকড়ে যেতে পারে।
advertisement
10/11
গাছে পর্যাপ্ত রোদ না পড়লে, পোকামাকড়ের সংক্রমণ হলে পাতা কুঁকড়ে যেতে পারে। পোকামাকড় বিনাশ করতে গাছে নিমতেল দিন নিয়মিত।
advertisement
11/11
এভাবে লঙ্কাগাছের যত্ন নিন। বাড়ির টবেই বাড়বে গাছ। ভরে থাকবে ঝাঁঝালো স্বাদের লঙ্কায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening Tips for Chilli Plant : যখন তখন দাম বাড়ছে লঙ্কার? বাজারে যেতে হবে না...এভাবে যত্ন নিন, বাড়ির টবেই হবে ঝুড়ি ঝুড়ি কাঁচালঙ্কা