Gardening Tips: শখের গোলাপ বাগান গরমে শুকিয়ে যাচ্ছে...? সাবধান! গাছ নষ্ট করতে না চাইলে লোভ ছাড়ুন! করুন এই কাজগুলি
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Gardening Tips: গোলাপ গাছ সুস্থ রাখতে হলে সেগুলিকে প্রখর রোদে রাখা যাবে না। সকালের হালকা রোদে গোলাপ গাছ রাখুন।
advertisement
1/5

গ্রীষ্মকালে প্রখর রোদের তাপে শুকিয়ে যায় বিভিন্ন ফুলের গাছ নষ্ট হয়ে যায় শখের গোলাপ গাছগুলিও। কিন্তু কি করলে এই গরমেও গোলাপ গাছগুলি সুস্থ থাকবে? বলছেন নার্সারির মালিক বিকাশ ঘোষ।
advertisement
2/5
তিনি বলছেন, এই সময় গোলাপ গাছ সুস্থ রাখতে হলে সেগুলিকে প্রখর রোদে রাখা যাবে না। সকালের হালকা রোদে গোলাপ গাছ রাখুন। রোদ বাড়লেই সেগুলিকে সরিয়ে রেখে দিন ছায়াতে। তাহলে গাছগুলি সুস্থ থাকবে।
advertisement
3/5
তিনি বলছেন, এই সময় গোলাপ ফুল ফুটতে না দেওয়াই ভাল। গাছে কুড়ি এলে সেগুলিকে কেটে ফেলে দিন। লোভ করলে গাছ নষ্ট হবে। তাহলে গাছকে অতিরিক্ত এনার্জি খরচ করতে হবে। ফলে এই গরম আবহাওয়ায় গাছগুলি নিজেদের সুস্থ রাখতে পারবে না।
advertisement
4/5
তিনি বলছেন, শীতকালে একটানা ফুল ফোটে। ফলে গোলাপ গাছ গ্রীষ্মকালে একটু বিশ্রাম নেয়। এ সময় ফুল ফুটলেও, তা ছোট হয়ে যায়। তাই গাছকে খাবার দেওয়া উচিত । কিন্তু অতিরিক্ত রাসায়নিক সার দেওয়া যাবে না। ভার্মি কম্পোস্ট দিতে পারলে সবথেকে ভাল।
advertisement
5/5
বিকাশ বাবু বলছেন, এই সময় গোলাপ গাছে বেশি জল দেওয়া যাবে না। তাহলে সমস্যা হতে পারে। আবার এই সময় পোকার আক্রমণও হতে পারে। তাতে গাছের বেঁচে থাকা বেশ কঠিন হয়ে যাবে। তাই এই সময় সপ্তাহে একদিন গাছে নিম তেল স্প্রে করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening Tips: শখের গোলাপ বাগান গরমে শুকিয়ে যাচ্ছে...? সাবধান! গাছ নষ্ট করতে না চাইলে লোভ ছাড়ুন! করুন এই কাজগুলি