Gardening: ২৫/৩০ রকমের বনসাই! পাবেন কোথায়? দাম কত? জানুন গাছের 'আসল' ঠিকানার খোঁজ
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
২৫-৩০ রকম ভ্যারাইটিজ বনটাই, ২০০০ টাকা থেকে ১০ লক্ষ টাকা মূল্যের বনসাই, হাওড়ার অমড়াগড়ী যুব সংঘের তিন প্রদর্শনী থেকেই কিনতে পারবেন বনসাই
advertisement
1/5

অমড়াগড়ি যুব সংঘের প্রায় ৪ দশকেরও বেশি সময় ধরে প্রদর্শনীতে এবার আকর্ষণ বনসাই! এখানে বনসাই ছাড়াও রয়েছে বিভিন্ন ফুলের গাছ, চিত্র ও হস্তশিল্পের প্রদর্শনী। পছন্দ হলে বনসাই কেনার সুযোগ রয়েছে এখানে।
advertisement
2/5
শৈল্পিক চিন্তাভাবনায় তৈরি ছোট্ট গাছ। প্রেমনা, গুরমি, পাকুড়, বট, ব্লুবেল সহ নানা গাছ। ২৫-৩০ ভ্যারাইটিস বনসাই। এই সমস্ত গাছ দু'হাজার থেকে ১০ লক্ষ টাকা মূল্যে পায়া যাচ্ছে। ৬ ইঞ্চি থেকে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার গাছ।
advertisement
3/5
এখানে দেখা মিলবে চায়না বট এবং দেশীয় বটগাছ। চাইনা বট ২০০০ থেকে শুরু করে ৩০ ৪০ হাজার টাকা পর্যন্ত ৩০-৪০ হাজার টাকা পর্যন্ত। দেশীয় বট ২.৫ -৩ তিন ফুট উচ্চতার বনসাই গাছ প্রায় ২০ হাজার বিক্রি হচ্ছে।
advertisement
4/5
প্রেমনা ৬ ইঞ্চি থেকে ২.৫ ফুট উচ্চতার দাম ২০০০ টাকা থেকে ৫০ হাজার পর্যন্ত। পাকুড় ২-৩ ফুট উচ্চতার গাছ ১০ -৩০ হাজার টাকা।
advertisement
5/5
গুর্মী বনসাই ১.৫ ফুট থেকে ২ ফুট উচ্চতার দাম ১০ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে। এছাড়াও রয়েছে ব্ল-বেল বনসাই ১.৫ -২ ফুট উচ্চতার বনসাই এর দাম ১০০০০-১৫০০০ টাকা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening: ২৫/৩০ রকমের বনসাই! পাবেন কোথায়? দাম কত? জানুন গাছের 'আসল' ঠিকানার খোঁজ