Gangtok-Travel: গ্যাংটক বেড়াতে যাচ্ছেন? সাবধান! রাস্তায় শুয়ে দিন কাটছে পর্যটকদের! ভয়াবহ
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Gangtok-Travel: গ্যাংটক যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই জানুন! পাহাড় যেতে চাইলে এই কাজ করে তবেই যান! না হলে বড় বিপদে পড়বেন
advertisement
1/6

গ্যাংটকে ঘুরতে যাচ্ছেন? সাবধান হন এখনই। এই ভুল করবেন না। গ্যাংটক যেতে হলে আগে থেকেই হোটেল বুকিং করে যান, না হলে রাস্তায় রাত কাটাতে হতে পারে।
advertisement
2/6
তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে শৈল শহরের আঁকাবাঁকা পথ ধরে গ্যাংটকে রওনা হচ্ছে বহু ভ্রমণপিপাসু পর্যটক। কিন্তু গন্তব্যে পৌঁছেই হতাশ হতে হচ্ছে তাদের।
advertisement
3/6
গরমের হাত থেকে রেহাই পেতে পাহাড়ী এলাকায় পর্যটকদের এতই ভিড় যে রাত যাপনের থাকার জায়গা খুঁজে পাচ্ছেন না পর্যটকদের একাংশ।
advertisement
4/6
তাই আপনিও যদি এখন গ্যাংটক যাওয়ার প্ল্যান করেন তা হলে অবশ্যই আগে থেকে হোটেল বুক করে তারপরই রওনা দিন। তা হলে আপনাকে এমন অপ্রীতিকর সমস্যার সম্মুখীন হয়ে নাজেহাল হতে হবে না।
advertisement
5/6
সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সাদা বরফের চাদরে মোড়া শহর গ্যাংটক। তীব্র গরম থেকে খানিক স্বস্তি পেতেই গ্যাংটকের চেয়ে পারফেক্ট ডেস্টিনেশন হতেই পারে না। স্বল্প খরচে ভূস্বর্গের অনুভূতি রয়েছে এখানে।
advertisement
6/6
এমনই এক পর্যটক ব্যবসায়ী হোডোফাইল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস রুমা রায়চৌধুরী জানান, বর্তমানে বহু পর্যটক হোটেল অথবা গাড়ি বুক না করেই সোজা গ্যাংটক চলে যাচ্ছেন। অন্যান্য পর্যটকদের ভিড়ে থাকবার জায়গা না পেয়ে অগত্যা রাস্তায় রাত কাটাতে হচ্ছে এই ঠান্ডার মধ্যে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gangtok-Travel: গ্যাংটক বেড়াতে যাচ্ছেন? সাবধান! রাস্তায় শুয়ে দিন কাটছে পর্যটকদের! ভয়াবহ