TRENDING:

Gangasagar Rituals: বালুকাবেলায় পিণ্ডদান, প্রাচীন রীতি অনুসরণ করে গঙ্গাসাগরে চলছে পিতৃতর্পণ

Last Updated:
Gangasagar Rituals:গঙ্গাসাগরের বেলাভূমি পবিত্র ভূমি এখানে সাগর রাজার সন্তানরা উদ্ধার হয়েছিল। এই পবিত্র মেলাভূমিতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিন্ডদান
advertisement
1/6
বালুকাবেলায় পিণ্ডদান, প্রাচীন রীতি অনুসরণ করে গঙ্গাসাগরে চলছে পিতৃতর্পণ
গঙ্গাসাগরে বেলাভূমিতে বালি দিয়েই পিন্ডদান চিরাচরিত আচার মেনে চলছে পিতৃতর্পণ। মকর সংক্রান্তির পুণ্যলগ্নে গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে ভোর থেকেই ভিড় জমিয়েছেন হাজার হাজার তীর্থযাত্রী। অনেকেই গঙ্গাস্নান সেরে বেলাভূমিতে বসেই বালি দিয়ে পিন্ড তৈরি করে প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিন্ডদান করছেন। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
কথিত আছে, বনবাসকালে তাঁরা যে অঞ্চলে অবস্থান করছিলেন, সেখানে উপযুক্ত উপাচার বা পিণ্ড তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায়নি। তখন সীতা দেবী গঙ্গার তীরে বালি দিয়ে পিণ্ড তৈরি করে রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করেন। তাঁর নিষ্ঠা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে দশরথের আত্মা মুক্তি লাভ করে এমনটাই লোকবিশ্বাস। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
3/6
এই কাহিনীর সঙ্গে গঙ্গাসাগরের একটি বিশেষ ধর্মীয় বিশ্বাস জড়িয়ে আছে। বলা হয়, সীতা দেবী যে স্থানে বালি দিয়ে পিণ্ডদান করেছিলেন, সেই স্থানই পরবর্তীকালে পিণ্ডদানের পবিত্র ক্ষেত্র হিসেবে পরিচিতি লাভ করে। তাই আজও গঙ্গাসাগরের বেলাভূমিতে বালি দিয়ে পিণ্ডদানের প্রথা প্রচলিত।(তথ্য ছবি সুমন সাহা)
advertisement
4/6
এই পৌরাণিক কাহিনী শুধু ধর্মীয় আচার নয়, বরং নারীর পিতৃভক্তি, কর্তব্যবোধ ও ধর্মাচরণের এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়। সীতা দেবীর এই কর্ম হিন্দু সমাজে পিণ্ডদান ও পিতৃতর্পণের মাহাত্ম্যকে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করেছে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
5/6
সমুদ্রতটে সারি সারি মানুষ মাথায় গঙ্গাজল নিয়ে বসে পড়ছেন আচার পালনে। পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে বালি, তিল, জল ও ফুল দিয়ে তৈরি হচ্ছে পিন্ড। বিশ্বাস অনুযায়ী, গঙ্গাসাগরে পিন্ডদান করলে পিতৃপুরুষের আত্মা শান্তি লাভ করে এবং বংশের কল্যাণ হয়। তাই দূর-দূরান্ত থেকে মানুষ এখানে এসে এই বিশেষ আচার পালন করেন। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
6/6
বেলাভূমিতে পর্যাপ্ত জায়গা থাকায় খোলা আকাশের নিচেই চলছে পিতৃতর্পণ। কেউ নিজের উদ্যোগে আচার সারছেন, আবার কেউ পুরোহিতের সহায়তায় নিয়ম মেনে পিন্ডদান করছেন। চারপাশে শঙ্খধ্বনি, মন্ত্রপাঠ আর ঢেউয়ের গর্জনে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।গঙ্গাসাগরের বেলাভূমিতে বালি দিয়ে পিন্ডদান কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাস ও সংস্কৃতির বহিঃপ্রকাশ। (তথ্য ছবি সুমন সাহা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gangasagar Rituals: বালুকাবেলায় পিণ্ডদান, প্রাচীন রীতি অনুসরণ করে গঙ্গাসাগরে চলছে পিতৃতর্পণ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল