Gall Bladder Symptoms: পেটের উপরের অংশে ডান দিকে ব্যথা কিন্তু গলব্লাডারের উপসর্গ, আর যে যে লক্ষণ দেখলেই সতর্ক হবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
গলস্টোনের মূল উপসর্গ হল নিয়মিত পেটে ব্যথা। সাধারণত পেটের উপরের অংশের ডানদিকে তীব্র ব্যথা হয়। তবে শুধু পেটে ব্যথা নয়, গলব্লাডার বা পিত্তথলিতে পাথরের সমস্যার আর-ও কয়েকটি উপসর্গ রয়েছে! জেনে নিন শরীরের কোন কোন লক্ষণ গলস্টোনের উপসর্গ--
advertisement
1/6

গলস্টোনের মূল উপসর্গ হল নিয়মিত পেটে ব্যথা। সাধারণত পেটের উপরের অংশের ডানদিকে তীব্র ব্যথা হয়। তবে শুধু পেটে ব্যথা নয়, গলব্লাডার বা পিত্তথলিতে পাথরের সমস্যার আর-ও কয়েকটি উপসর্গ রয়েছে! জেনে নিন শরীরের কোন কোন লক্ষণ গলস্টোনের উপসর্গ--
advertisement
2/6
যদি পিত্তপাথর বা গলস্টোন পিত্তনালী বা বাইল ডাক্টের পথে বাঁধা হয়ে দাঁড়ায়, তখন পিত্তথলি বা গল ব্লাডারে পিত্ত জমা হতে থাকে, যার ফলে গল ব্লাডারে স্টোনের সৃষ্টি হয়। চল্লিশের পর এই রোগের আশঙ্কা বেশি। তাই চল্লিশের আশপাশের সময় থেকে জল খাওয়া বাড়িয়ে দিন। সতর্ক থাকুন ডায়াবেটিস থাকলে। ডায়াবেটিকদের গল ব্লাডারে পাথর জমার আশঙ্কা বেশি।
advertisement
3/6
গল ব্লাডারে পাথর জমার মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত পৌঁছনো। গল ব্লাডারে পাথর জিনগত কারণেও হয়। বংশে কারও এই রোগ থাকলেও সাবধান হন।
advertisement
4/6
গলস্টোন হলে মাংস বা তেল-মশলাদার খাবার খেলেই পেটে তীব্র যন্ত্রণা হয়, সঙ্গে বমি। মাঝেমাঝেই কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং সঙ্গে পেটে ব্যথা হয়।
advertisement
5/6
গাঢ় খয়েরি রঙের প্রস্রাব হলে বুঝবেন, তা গল ব্লাডারে স্টোন-এর অন্যতম বড় উপসর্গ
advertisement
6/6
ওজন বেড়ে গেলেও গলস্টোন হতে পারে। সেক্ষেত্রে, পিত্তথলির উপর চাপ পড়ে, তার জেরেও অনেক সময় গল ব্লাডারে পাথর জমে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gall Bladder Symptoms: পেটের উপরের অংশে ডান দিকে ব্যথা কিন্তু গলব্লাডারের উপসর্গ, আর যে যে লক্ষণ দেখলেই সতর্ক হবেন