Frozen Fish: ডিপ ফ্রিজে থাকা মাছের জেদি বরফ গলবে নিমেষে, রইল ম্যাজিকাল টিপস
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Frozen Fish Defrost Tips : কীভাবে ফ্রিজে রাখা মাছের জেদি বরফ নিমেষে ছাড়িয়ে ফেলবেন জানেন? রইল একদম সহজ টিপস।
advertisement
1/8

আগে বাঙালি বাড়িতে দু'বেলা টাটকা মাছ ঢুকত হেঁশেলে। বাড়ির বয়স্ক সদস্যরা এখন ফ্রিজে রাখা বাসি মাছ দেখলেই নাক সিঁটকোন। বাসি মাছের কি আর সে স্বাদ হয়?
advertisement
2/8
আরও একটি সমস্যা হল ডিপ ফ্রিজে রাখা মাছে বরফ জমে গিয়ে সেটি ছাড়াতেই বহু সময় চলে যায়। ফলে স্বাদেরও হেরফের হয়।
advertisement
3/8
কীভাবে ফ্রিজে রাখা মাছের জেদি বরফ নিমেষে ছাড়িয়ে ফেলবেন জানেন? রইল একদম সহজ টিপস।
advertisement
4/8
ফ্রোজেন মাছ ঘরের তাপমাত্রায় এনে রান্না করতে বেশ সময় চলে যায়। মাছের বরফ ছাড়াতে কাজে লাগাতে পারেন সহজ এই টোটকা।
advertisement
5/8
ফ্রিজ থেকে মাছ বের করে সাধারণ জলে ডুবিয়ে রাখুন। বা জলভর্তি বাটিতে মাছের বাটি বসিয়ে রাখুন।
advertisement
6/8
মোটামুটি ৩০ মিনিট থেকে এক ঘণ্টায় বরফ গলে যাবে।
advertisement
7/8
প্রয়োজনে হালকা গরম জলও মাছের বাটিতে দিতে পারেন।
advertisement
8/8
অথবা জলের কল হাল্কা করে খুলে মাছের বাটি বসিয়ে রাখুন। এক ঘণ্টায় ঘরের তাপমাত্রায় চলে আসবে বরফজমা মাছ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Frozen Fish: ডিপ ফ্রিজে থাকা মাছের জেদি বরফ গলবে নিমেষে, রইল ম্যাজিকাল টিপস