Friend: বন্ধু চেনা বিষম দায় নয়! এই ছয় লক্ষণ দেখলেই বুঝবেন সে আপনার ‘প্রকৃত বন্ধু’ কি না
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
যাকে আপনি সবচেয়ে কাছের বন্ধু ভাবেন তিনি কি সত্যিই আপনার প্রকৃত বন্ধু?
advertisement
1/9

সুখে দু:খে, বিপদে আপদে যে পাশে থাকে সেই তো বন্ধু। পরিবারের সদস্য না হলেও পরিবারে হয়ে ওঠে পরিবারের চেয়ে কোনও অংশে কম নয় বন্ধু। কিন্তু বন্ধুত্বের সম্পর্কে ভিত হল একে উপরের প্রতি বিশ্বাস। কিন্তু আপনার বন্ধু কি আপনাকে সত্যি বলছে? নাকি মিথ্যার আশ্রয় নিচ্ছে? কীভাবে জানতে পারবেন? যাকে আপনি সবচেয়ে কাছের বন্ধু ভাবেন তিনি কি সত্যিই আপনার প্রকৃত বন্ধু?
advertisement
2/9
কয়েকটি লক্ষণ দেখে জানতে পারবেন বন্ধুর আসল উদ্দেশ্য। বন্ধু বিশ্বাসঘাতকতা করছে কিনা তা জানতে পারবেন। যাকে প্রিয় বন্ধু ভেবে মনের কথা বলছেন, সে আসলে শত্রু নয় তো? মনে উঁকি দেওয়া এমনই কিছু প্রশ্নের উত্তর কীভাবে খুঁজে পাবেন? সেই উপায় রইল এই প্রতিবেদনে।
advertisement
3/9
সত্যিকারে বন্ধু কীভাবে চিনবেন? কিছু গবেষণা থেকে জানা গিয়েছে, যাদের জীবনে ভালো বন্ধু আছে তারা কখনই মানসিক চাপের সম্মুখীন হন না। এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। বন্ধু যদি সত্যিকারের বন্ধু না হয়, তাহলে বিপদে তাঁকে পাশে পাবেন না।
advertisement
4/9
প্রয়োজনে পাশে থাকে না: কথায় বলে, বিপদে বন্ধু চেনা যায়। একথা একেবারেই সত্যি। যারা বন্ধুত্বের ভান করে, তাঁরা বাকি সময় আশপাশে থাকলেও প্রয়োজনের সময় পাশে থাকে না। ভেবে দেখুন আপনার কোন বন্ধু এমন করে, জেনে নিন তিনি নকল বন্ধু।
advertisement
5/9
একতরফা: আপনার সঙ্গে আপনার বন্ধুর সম্পর্ক কি খানিকটা একতরফা। উদাহরণস্বরূপ, আপনি যখনই আপনার বন্ধুর সাথে কথা বলবেন, তিনি কেবল নিজের সম্পর্কে কথা বলবেন। তিনি তার জীবনে যা ঘটছে তা শেয়ার করবেন। নিজের মতামত দিতে থাকবেন। এটাও সম্ভব যে তারা আপনার সাথে যা ঘটছে তাতে খুব বেশি আগ্রহ নাও দেখাতে পারে। এমন বন্ধুদের থেকে দূরে থাকাই আপনার জন্য ভাল।
advertisement
6/9
অবিশ্বাস: বন্ধু যদি প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন তবে সেই বন্ধু প্রকৃত বন্ধু নয়। আপনাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে শেষ মুহূর্তে পরিত্যাগ করে। এমন বন্ধুকে এড়িয়ে চলাই শ্রেয়।
advertisement
7/9
বিশ্বাসঘাতকতা: বন্ধুত্বের সম্পর্কের ভিতই হল বিশ্বাস। তাই যদি কোনও বিশ্বাসঘাতক হয় তবে তিনি মোটেই ভাল বন্ধু নয়। উদাহরণস্বরূপ, যদি কোনও বন্ধু আপনার সমস্ত গোপনীয়তা অন্যদের বলে বেড়ায় তবে, তিনি মোটেই বিশ্বাসী নন।
advertisement
8/9
মিথ্যাবাদী: যে কোন সময়, যে কোন পরিস্থিতিতে, খারাপ বন্ধুরা আপনাকে অন্যের সামনে মিথ্যাবাদী প্রমাণ করে আপনাকে অসম্মান করতে পারে। অপমান বা উপহাস করতে পারে।
advertisement
9/9
ঈর্ষা: আপনার বন্ধু কি আপনার সাফল্যে ঈর্ষান্বিত? তবে তাকে প্রকৃত বন্ধুর তালিকায় না রাখাই ভাল। আপনার কৃতিত্ব উদযাপনের পরিবর্তে আরও ছোট করার চেষ্টা করবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Friend: বন্ধু চেনা বিষম দায় নয়! এই ছয় লক্ষণ দেখলেই বুঝবেন সে আপনার ‘প্রকৃত বন্ধু’ কি না