TRENDING:

Fridge Feng Shui: বাড়িতে ফ্রিজ কোথায় রাখা? না জানায় অর্থকষ্ট; অসুস্থতা বাসা বাঁধে বাড়িতে! এই ৬টি সহজ টিপস মেনে চললে আপনার ভাগ্য বদলে দেবে

Last Updated:
Fridge Feng Shui: ফ্রিজ শুধু খাবার রাখার জায়গা নয়, ফেং শ্যুই অনুযায়ী এটি বাড়ির এনার্জিতেও প্রভাব ফেলে। ফ্রিজ পরিষ্কার, গুছিয়ে রাখা, রঙের ব্যবহার এবং লবণ বা ক্রিস্টাল রাখার মাধ্যমে বাড়িতে আসতে পারে সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি।
advertisement
1/7
বাড়িতে ফ্রিজ কোথায় রাখা? না জানায় অর্থকষ্ট; অসুস্থতা বাসা বাঁধে বাড়িতে
আমরা সাধারণত ফেং শ্যুইয়ের কথা শুনে থাকি। আর এর আওতায় বাড়ির রান্নাঘর, লিভিং রুম, শৌচাগার এবং বেডরুমের ক্ষেত্রে কিছু নিয়ম থাকে। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, ফেং শ্যুই বাড়ির ফ্রিজের উপরেও প্রয়োগ করা যেতে পারে। তাহলে আজকের প্রতিবেদনে ৬টি ফ্রিজ ফেং শ্যুই টিপস নিয়ে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/7
ফ্রিজ পরিষ্কার করে গুছিয়ে রাখা আবশ্যক: ফেং শ্যুই বিশেষজ্ঞ মেরি ডায়মন্ড ব্যাখ্যা করে জানান যে, অগোছালো ভাবে কিছু রাখা হলে তা ইতিবাচক এনার্জির পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই ফ্রিজকে সাজিয়ে-গুছিয়ে রাখার কায়দা শিখে রাখাটাও সমান ভাবে জরুরি। সেই সঙ্গে তাঁর বক্তব্য, লেবু জল অথবা সাদা ভিনিগারের মতো ন্যাচারাল ক্লিনজার ব্যবহার করে ফ্রিজ পরিষ্কার করতে হবে। এতে শুধু ফ্রিজ পরিষ্কারই হয় না, সেই সঙ্গে পজিটিভ এনার্জিও বিরাজ করে। এতে রান্নাঘরের পরিবেশও সুন্দর এবং প্রাণবন্ত থাকবে।
advertisement
3/7
ফাঁকা অথবা ভাঙা পাত্র বা কৌটো রাখা চলবে না: মেরির মতে, খালি কৌটো, ভাঙা পাত্র অথবা ছেঁড়া খাবারের প্যাকেট ফ্রিজে রাখা উচিত নয়। এটা যত্নের অভাবের ইঙ্গিত দিয়ে থাকে। তিনি বলেন যে, ফেং শ্যুইয়ের নিয়ম অনুযায়ী, ফ্রিজে রাখা প্রত্যেকটা জিনিস যেন পরিপূর্ণতা, যত্নের ইঙ্গিত দেয়। ভাল স্টোরেজ কন্টেনারই কেবলমাত্র রাখতে হবে ফ্রিজে। সেক্ষেত্রে স্টাইলিশ সেরামিক পাত্রও ব্যবহার করা যেতে পারে।
advertisement
4/7
রঙয়ের সঙ্গে সাযুজ্য: মেরির বক্তব্য, ফ্রিজে থাকা জিনিস কিন্তু ছড়িয়ে পড়া এনার্জির উপর প্রভাব ফেলতে পারে। উজ্জ্বল এবং সতেজ রঙ - বিশেষ করে সবুজ, কমলা, লাল এবং পার্পল প্রাণশক্তি এবং প্রাচুর্যের পরিচায়ক। আই লেভেলে রঙিন ও প্রাণবন্ত ফল এবং সবজির বাটি রাখা হলে তা স্বাস্থ্য তো ভাল থাকবেই, সেই সঙ্গে ফ্রিজের এনার্জিও শক্তিশালী হবে।
advertisement
5/7
আয়না অথবা ফ্রিজের উপরের রিফ্লেক্টিভ সারফেস: বাড়ির বেশ কিছু অংশে আয়না ইতিবাচক এনার্জিকে প্রসারিত করে। তবে ফ্রিজের উপর অথবা ফ্রিজের কাছে আয়না রাখলে হিতে বিপরীত হতে পারে। এমনটাই জানালেন মেরি। আসলে এতে ক্রেভিংস বাড়ে। ফলে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হয়। তাঁর পরামর্শ, এর পরিবর্তে ফ্রিজ সারফেস সাধারণ এবং পরিচ্ছন্ন রাখা উচিত। শান্ত ছবি, ইতিবাচক কিছু অথবা ম্যাগনেট দিয়ে ফ্রিজ সাজানো যেতে পারে।
advertisement
6/7
ঠিক করে ফ্রিজের দরজা বন্ধ করতে হবে: মেরি বলেন যে, আলতো করে এবং যত্ন নিয়ে ফ্রিজের ডোর বন্ধ করতে হবে। এটি রান্নাঘরের পরিবেশের উপরেও উল্লেখযোগ্য প্রভাব ফেলে। যদিও এটি মাইনর বিষয় হতে পারে, তবে এটি গুরুত্বপূর্ণ। এই ছোট্ট ছোট্ট কাজই এনার্জি প্রশংসা এবং সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে।
advertisement
7/7
এক বাটি লবণ অথবা সিট্রিন ক্রিস্টাল রাখতে হবে: ফেং শ্যুই সাধারণত বাড়ির এনার্জিতে উন্নতি আনার জন্য ব্যবহার করা হয়। ফ্রিজের চারপাশে এনার্জি ভাল রাখার জন্য এর কাছাকাছি একটি ছোট বাটিতে করে হিমালয়ান সল্ট অথবা সিট্রিন ক্রিস্টাল রাখতে হবে। কারণ এগুলি নেতিবাচক এনার্জি শোষণ করে নেবে। বাড়িতে অর্থের প্রবাহও স্বাভাবিক থাকবে। এমনটাই বলেছেন মেরি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fridge Feng Shui: বাড়িতে ফ্রিজ কোথায় রাখা? না জানায় অর্থকষ্ট; অসুস্থতা বাসা বাঁধে বাড়িতে! এই ৬টি সহজ টিপস মেনে চললে আপনার ভাগ্য বদলে দেবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল