TRENDING:

Picnic Spot: পিকনিক স্পট খুঁজছেন? হুগলিতেই রয়েছে নিরিবিলি রাঙামাটির জঙ্গল, নদীর ধারে বসিয়ে ফেলুন খানাপিনার জমাটি আসর

Last Updated:
Picnic Spot: গোঘাটের গড় মান্দারণ পর্যটন কেন্দ্রে প্রত্যেক বছর নজরকাড়া পিকনিকের আসর বসে। তার সঙ্গে নিরিবিলি ভাদুর ফরেস্ট, রাঙামাটি, পার আদ্রা প্রভৃতি এলাকার বনগুলিতেও পিকনিকের জন্য যান আরামবাগ মহকুমার পাশাপাশি ভিন জেলার বাসিন্দারা।
advertisement
1/7
পিকনিক স্পট খুঁজছেন? হুগলিতেই রয়েছে নদীর ধারে নিরিবিলি রাঙামাটির জঙ্গল
হুগলি: ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য খুশির খবর। হুগলি জেলায় তিনটি নতুন বনাঞ্চলের ঘোষণা করা হয়েছে। চাঁদুর ফরেস্টে পিকনিকে নিষেধাজ্ঞা রেখেছে বন দফতর। তবে শর্তসাপেক্ষে আরামবাগ ও গোঘাটের তিন বনাঞ্চলে পিকনিকের অনুমোদন মিলবে।
advertisement
2/7
এর জন্য বন দফতরের কাছে লিখিত আবেদন করতে হবে বলে আরামবাগের রেঞ্জার আশরাফুল ইসলাম জানান। তিনি বলেন, বিগত বছরের মতো এবারও জঙ্গলে নির্দিষ্ট নিয়ম মেনে পিকনিকে ছাড় দেওয়া হবে। এর জন্য পিকনিক পার্টিকে অবশ্যই কঠোরভাবে কিছু শর্ত মানতে হবে।
advertisement
3/7
আরামবাগ বন বিভাগ জানিয়েছে, চাঁদুর ফরেস্ট সংরক্ষিত। তাই সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আরামবাগ পার আদ্রা, পূর্ব বর্ধমানের বাবলা ও গোঘাটের ভাদুর এবং রাঙামাটির জঙ্গলে পিকনিকে ছাড় দেওয়া হচ্ছে।
advertisement
4/7
পিকনিক করতে আসা পর্যটকরা বন দফতরের কাছে লিখিত আবেদন জমা করতে হবে। তবে সাউন্ড বক্স বাজানো যাবে না। প্লাস্টিকের ব্যবহার চলবে না। এমনকি, পিকনিকের সময় অশালীন আচরণ করা থেকেও বিরত থাকতে হবে মানুষজনকে। পিকনিকের পর কোনও বর্জ্য ফেলে রাখা যাবে না। সেগুলি তুলে নিয়ে যেতে হবে।
advertisement
5/7
সংশ্লিষ্ট শর্তগুলি মানলে তবেই এসব বনাঞ্চলে পিকনিক অংশ নিতে পারবেন পর্যটকরা। বন দফতরের রেঞ্জার জানান, জঙ্গল ও বন্য প্রাণ রক্ষা করা প্রত্যেকের দায়িত্বের মধ্যে পড়ে। তাই আরামবাগ রেঞ্জ এলাকার মধ্যে যে অংশে বনাঞ্চল রয়েছে তার রক্ষনাবেক্ষণের লক্ষ্যে আমরা তৎপর রয়েছি।
advertisement
6/7
গোঘাটের গড় মান্দারণ পর্যটন কেন্দ্রে প্রত্যেক বছর নজরকাড়া পিকনিকের আসর বসে। তার সঙ্গে নিরিবিলি ভাদুর ফরেস্ট, রাঙামাটি, পার আদ্রা প্রভৃতি এলাকার বনগুলিতেও পিকনিকের জন্য যান আরামবাগ মহকুমার পাশাপাশি ভিন জেলার বাসিন্দারা।
advertisement
7/7
নতুন বহু গাছও লাগানো হয়েছে। ফলে পিকনিক করতে গেলে পর্যটকদের উপর কিছু শর্ত আরোপ করতেই হয়েছে।উল্লেখ্য, শীতের মরশুমে গায়ে মিঠে রোদ মেখে বাঙালির পিকনিক কিন্তু মাস্ট। শুধু একদিন নয়, অনেকে শীতের মরশুমে একাধিকবার পিকনিকের টানে জঙ্গল, নদীর ধারে চলে যান। ইতিমধ্যেই বাতাসে পারদ নামতে শুরু করেছে। কিছু জায়গায় পিকনিকের আসরও বসে যাচ্ছে। আরামবাগ মহকুমার বনাঞ্চলগুলিতেও অনেকে পিকনিকের জন্য যাচ্ছেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Picnic Spot: পিকনিক স্পট খুঁজছেন? হুগলিতেই রয়েছে নিরিবিলি রাঙামাটির জঙ্গল, নদীর ধারে বসিয়ে ফেলুন খানাপিনার জমাটি আসর
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল