Food to cause Uric Acid: মাটন, মুসুরডাল...ইউরিক অ্যাসিডের আড়ত! শরীর থেকে বর্জ্য বার করে গাঁটের ব্যথা সারাতে আজই বাদ দিন ৬ খাবার!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Food to cause Uric Acid: পিউরিন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন৷ কারণ এই খাবারগুলি শরীরে ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে৷
advertisement
1/8

শারীরিক ক্ষতি এড়াতে ইউরিক অ্যাসিড কমানোর জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন। বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷
advertisement
2/8
পিউরিন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন৷ কারণ এই খাবারগুলি শরীরে ইউরিক অ্যাসিড বাড়িয়ে তোলে৷
advertisement
3/8
পারতপক্ষে রেড মিট বা মাটন খাবেন না৷ কারণ এই খাবারে চড়চড়িয়ে বাড়ে ইউরিক অ্যাসিড৷
advertisement
4/8
মুরগির মাংসও খাবেন না৷ এড়িয়ে চলুন বা নিয়ন্ত্রণ করুন যতটা পারেন৷
advertisement
5/8
সামুদ্রিক খাবারও ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণ হতে পারে৷ ইউরিক অ্যাসিডের প্রবণতা থাকলে যতটা সম্ভব কম খাবেন৷
advertisement
6/8
নিয়মিত ডাল খাওয়ার অভ্যাস থাকলে মুসুর ডাল বেশি খাবেন না৷ এই ডালে ইউরিক অ্যাসিড বেড়ে যায়৷ মুসুরের বদলে অন্য ডাল খান৷
advertisement
7/8
বিয়ার এবং চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন। এই খাবারগুলি ইউরিক অ্যাসিড বাড়ায়।
advertisement
8/8
পরিবর্তে, তাজা ফল, সবুজ শাকসবজি, ওটস এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার অন্তর্ভুক্ত করুন। এগুলি কেবল ইউরিক অ্যাসিডের মাত্রা কমাবে না বরং আপনার পুরো শরীরকেও সুস্থ রাখবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Food to cause Uric Acid: মাটন, মুসুরডাল...ইউরিক অ্যাসিডের আড়ত! শরীর থেকে বর্জ্য বার করে গাঁটের ব্যথা সারাতে আজই বাদ দিন ৬ খাবার!