Dosa Recipe: লাগবে না বেশি সময়, বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন ধোসা, রইল রেসিপি
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
ঘরোয়া উপকরণেই কিভাবে তৈরি সম্ভব সুস্বাদু মশলা ধোসা জানালেন প্রস্তুতকারক সুবল শর্মা।
advertisement
1/6

দোকানেই ঘরের স্বাদের মশলা ধোসা তৈরি করেন তিনি।ঘরোয়া উপকরণেই কিভাবে তৈরি সম্ভব সুস্বাদু মশলা ধোসা জানালেন প্রস্তুতকারক সুবল শর্মা।
advertisement
2/6
দক্ষিণ ভারতীয় এই রেসিপি খাবার চল হয়েছে আলিপুরদুয়ার জেলাজুড়ে।তবে ঘরেও এই রেসিপি খুব সহজে তৈরি সম্ভব হয়।কিভাবে সময়ের মধ্যে এই রেসিপি তৈরি করা যায়,বললেন সুবল শর্মা।
advertisement
3/6
সেদ্ধ চাল ও মাসকালাইয়ের ডাল রাতের বেলা ভিজিয়ে রাখতে হয়।চাল ও ডাল মিহি করে পেষ্ট করে নিতে হবে।মিশ্রণে লবন,জল মিশিয়ে পাতলা করে রেখে দিতে হবে।মশলার পর তৈরির জন্য কড়াইয়ে তেল গরম করে তাতে পাঁচ ফোঁড়ন দিতে হবে।
advertisement
4/6
একটু ভেজে আলু ও মটর দিয়ে হলুদ,লবণ দিয়ে কষিয়ে ভাজতে হবে।চাইলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
advertisement
5/6
এবার একটি নন-স্টিক পাত্রে রুটির তাওয়া হলেও হবে,তেল ব্রাশ করে হাল্কা আঁচে গরম করতে হবে।এরপর তাওয়াতে এক হাতা ধোসা তৈরির মিশ্রণ ঢেলে দিতে হবে।
advertisement
6/6
গোল করে ছড়িয়ে দিতে হবে।এরপল আলুর পুর দিতে হবে।ধোসা তোলার সময় সাবধানে ওঠাতে হবে।চাটনি টমেটো ও তেতুঁল দিয়ে তৈরি করতে হবে।চিনে বাদাম,পোস্ত দিয়ে চাটনি তৈরি করা যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dosa Recipe: লাগবে না বেশি সময়, বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন ধোসা, রইল রেসিপি