Food Hacks: বাড়ি থেকে টিফিন আনলেই নষ্ট হয়ে যায়? ঘরোয়া এক টোটকায় নিমেষে মিলবে সবাধান
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Food Hacks: চলুন জেনে নেওয়া যাক কীভাবে খাবার গরম এবং সতেজ রাখা যাবে সারাদিন। এর জন্য সবার আগে দরকার খাবার গরম রাখার জন্য তৈরি একটি ইনসুলেটেড লাঞ্চ বক্স।
advertisement
1/6

বহু মানুষ বাড়ি থেকে খাবার রান্না করে অফিসে নিয়ে আসে। কিন্তু গরমের জন্য অনেক সময খাবের নষ্ট হয়ে যায়।
advertisement
2/6
চলুন জেনে নেওয়া যাক কীভাবে খাবার গরম এবং সতেজ রাখা যাবে সারাদিন। এর জন্য সবার আগে দরকার খাবার গরম রাখার জন্য তৈরি একটি ইনসুলেটেড লাঞ্চ বক্স।
advertisement
3/6
তবে, তাতে খাবার প্যাক করার সময় খেয়াল রাখতে হবে যেন চারদিক ভাল করে বন্ধ রাখা যায়। দুপুর পর্যন্ত খাবার অনেকক্ষণ গরম থাকে এই পাত্রে।
advertisement
4/6
অ্যালুমিনিয়াম ফয়েলে খাবার নিয়ে গেলেও খাবার দীর্ঘক্ষণ গরম রাখা যায়। বাজারে সহজেই পাওয়া যায় অ্যালুমিনিয়াম ফয়েলে। সেটাতে খাবার মুড়িয়ে নিয়ে যেতে হবে।
advertisement
5/6
তবে, সবথেকে সহজ সমাধান একটা প্যানে জল ফুটিয়ে তারপর টিফিনে বক্সে ঢালতে হবে। তারপর, খাবার রান্না না হওয়া পর্যন্ত টিফিন বক্স গরম থাকবে।
advertisement
6/6
এর পরে, খাবার রান্না হয়ে গেলে, জল বের করে ফেলে দিতে হবে। তারপর খাবার রাখতে হবে। এই পদ্ধতিতে খাবার দীর্ঘ সময়ের জন্য গরম এবং সতেজ থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Food Hacks: বাড়ি থেকে টিফিন আনলেই নষ্ট হয়ে যায়? ঘরোয়া এক টোটকায় নিমেষে মিলবে সবাধান