TRENDING:

Food for Better Eye Sight: সারাদিন ল‍্যাপটপ,মোবাইল দেখছেন? চোখ ভাল রাখতে পাতে থাকুক এই ১০ সুপারফুড!

Last Updated:
Eye Sight: শরীর-স্বাস্থ্য ভাল রাখার পাশাপাশি দৃষ্টিশক্তির দিকে খেয়াল রাখাটাও গুরুত্বপূর্ণ। কারণ এর উপরেই নির্ভর করবে সুস্থতা।
advertisement
1/11
সারাদিন ল‍্যাপটপ,মোবাইল দেখছেন? চোখ ভাল রাখতে পাতে থাকুক এই ১০ সুপারফুড!
শরীর-স্বাস্থ্য ভাল রাখার পাশাপাশি দৃষ্টিশক্তির দিকে খেয়াল রাখাটাও গুরুত্বপূর্ণ। কারণ এর উপরেই নির্ভর করবে সুস্থতা। আর চোখের স্বাস্থ্য ভাল রাখার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হল ব্যালেন্সড ডায়েট।
advertisement
2/11
আসলে এই ব্যালেন্সড ডায়েটে থাকে নানা ধরনের সুপারফুড। আজকের প্রতিবেদনে প্রখর দৃষ্টিশক্তি বজায় রাখার জন্য উপযোগী সুপারফুডগুলির তালিকা দেওয়া হল।
advertisement
3/11
গাজর: গাজর বিটা-ক্যারোটিনে সমৃদ্ধ। এই বিটা-ক্যারোটিন হল এক ধরনের ভিটামিন-এ। আর আমরা সকলেই জানি যে, ভিটামিন-এ চোখের জন্য কতটা উপযোগী। রেটিনার স্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত উপযোগী এই বিটা-ক্যারোটিন। এছাড়া এই সবজিকে ডায়েটে যোগ করা হলে রাতকানা রোগও প্রতিরোধ হবে।
advertisement
4/11
মিষ্টি আলু: গাজরের মতোই মিষ্টি আলুও বিটা-ক্যারোটিনে ভরপুর। নিয়মিত পাতে মিষ্টি আলু রাখা হলে চোখের দৃষ্টিশক্তির উন্নতি তো হবেই। সেই সঙ্গে চোখের শুষ্কতাও প্রতিরোধ করে মিষ্টি আলু।
advertisement
5/11
স্যামন: স্যামনের মতো ফ্যাটি মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের দুর্দান্ত উৎস। যা চোখের জন্য অত্যন্ত উপকারী। চোখের শুষ্কতা এবং এএমডি-র ঝুঁকি কমানোর জন্য দারুণ এই মাছ।
advertisement
6/11
ব্লুবেরি: ব্লুবেরি অ্যান্টি-অক্সিডেন্ট এবং ভিটামিন সি-এর মতো উপাদানে ভরপুর। আর এই দুই উপাদান অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে চোখকে রক্ষা করে। এছাড়াও ক্যাটারাক্ট এবং গ্লুকোমার ঝুঁকি কমাতে সহায়ক ব্লুবেরি।
advertisement
7/11
আমন্ড: আমন্ডের মধ্যে উচ্চ মাত্রায় ভিটামিন-ই থাকে। এএমডি-র দ্রুত বৃদ্ধি অনেকটাই বিলম্ব করে দেয়। এর পাশাপাশি ফ্রি র‍্যাডিক্যাল ড্যামেজের হাত থেকে চোখকে রক্ষা করে।
advertisement
8/11
সাইট্রাস ফ্রুট: কমলালেবু, লেবু এবং বাতাবিলেবু ভিটামিন সি-এ ভরপুর। চোখের রক্তবাহী নালীর সুরক্ষাকবচ হিসেবে কাজ করে এই ধরনের ফল। সেই সঙ্গে ক্যাটারাক্টের ঝুঁকিও প্রতিরোধ করতে সক্ষম সাইট্রিক অ্যাসিডে ভরপুর ফল।
advertisement
9/11
ডিম: ডিমের মধ্যে প্রচুর পরিমাণে থাকে ল্যুটিয়েন, জিয়্যাক্সান্থিন, জিঙ্ক এবং ভিটামিন-এ। আর প্রতিটি উপাদানই চোখের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক। এছাড়া চোখের রোগের ঝুঁকিও প্রতিরোধ করতে সক্ষম।
advertisement
10/11
ব্রকোলি: ব্রকোলি আবার জিয়্যাক্সান্থিন, ল্যুটিয়েন এবং ভিটামিন সি-এ ভরপুর। ফলে চোখের স্বাস্থ্য বজায় রাখতে এবং দৃষ্টিশক্তিজনিত নানা সমস্যা প্রতিরোধ করতে সহায়ক এই সবজি।
advertisement
11/11
কেল: কেল হল সবুজ শাক-পাতার মতো এক সবজি। এর মধ্যে থাকে ল্যুটিয়েন এবং জিয়্যাক্সান্থিন। এইসব অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর উচ্চ শক্তিবিশিষ্ট আলোক-তরঙ্গ ফিল্টার করতে সক্ষম। ফলে নানা ক্ষতির হাত থেকে রক্ষা করে আমাদের চোখকে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Food for Better Eye Sight: সারাদিন ল‍্যাপটপ,মোবাইল দেখছেন? চোখ ভাল রাখতে পাতে থাকুক এই ১০ সুপারফুড!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল