Make up for long time: গরমে মেকআপ গলে যাচ্ছে? এই কয়েকটি উপায় প্রয়োগ করলে মেকআপ থাকবে একদম আগের মতোই...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Make up for long time: মেকআপ শেষ হয়ে গেলে ফিক্সার স্প্রে দিতে ভুলবেন না৷
advertisement
1/7

প্রতিনিয়ত চড়ছে তাপমাত্রার পারদ৷ এই অবস্থায় ত্বকে মেকআপ প্রয়োগ করাই যেন সবচেয়ে কঠিন কাজ হয়ে উঠেছে৷ তবে কিছু সহজ পদ্ধতি মেনে চললেই কিন্তু আপনি আপনার মেকআপকে গলে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন৷
advertisement
2/7
গরমে যত সম্ভব হালকা মেকআপ করুন। চুল খোলা না রাখাই ভাল। হাতে অবশ্য়ই রাখুন রুমাল অথবা ওয়েট টিস্য়ু। এ তো গেল সতর্কতা৷ এবার যাঁদের মেকঐআপ করতেই হবে, তাঁরা কী করবেন! তাই তো? মেক আপ লাগানোর আগে মুখ ভাল করে ধুয়ে নিন৷ তারপর শুকনো করে মুছুন৷ এরপর ব্যবহার করুন আইস ব্যাগ৷ ত্বকে কিছুক্ষণ বরফের প্রলেপ দিয়ে রেখে দিন৷ তারপর শুকিয়ে গেলে মেকআপ করুন৷
advertisement
3/7
শুরুতেই লাগান প্রাইমার৷ এরপরেই ফাউন্ডেশন প্রয়োগ করুন৷ এতে মেকআপের স্থায়িত্ব বাড়বে৷
advertisement
4/7
গরমে চোখের মেকআপ গলতে পারে খুব তাড়াতাড়ি৷ এই পরিস্থিতিতে ওয়াটার প্রুফ লাইনার বা কাজল ব্যবহার করুন৷
advertisement
5/7
শ্যাডোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য৷ চেষ্টা করুন তুলনায় ন্যুড শেডের শ্যাডো লাগানোর৷ তা ওয়াটার প্রুফ হওয়াই কাম্য৷
advertisement
6/7
লিপস্টিকের কিছু শেড আছে যেগুলো আপনার ত্বকের সঙ্গে মানানসই নয় এবং সেগুলো লাগালে আপনাকে বয়স্ক দেখাতে পারে। উদাহরণ স্বরূপ, আপনি যদি হলুদ, লাল এবং বেগুনি রঙের লিপস্টিক লাগান তাহলে আপনাকে বয়স্ক দেখাবে। সেই সব লিপস্টিক এড়িয়ে চলুন৷ এটা শুধু গরম নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য৷ গরমে ঠোঁটে যতটা সম্ভব ম্যাট ফিনিশ লিপস্টিক লাগান৷ ক্রিমি লিপস্টিকের থেকে ম্যাটের স্থায়িত্ব অনেক বেশি৷
advertisement
7/7
মেকআপ শেষ হয়ে গেলে ফিক্সার স্প্রে দিতে ভুলবেন না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Make up for long time: গরমে মেকআপ গলে যাচ্ছে? এই কয়েকটি উপায় প্রয়োগ করলে মেকআপ থাকবে একদম আগের মতোই...