Bike Riding Tips In Monsoon: বৃষ্টির মধ্যেও বাইক চালাতে হয়! এই ব্যাপারগুলো মাথায় রাখবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বর্ষায় বাইক দুর্ঘটনা এড়াতে কয়েকটি টিপস। আপনার কাজে লাগতে পারে।
advertisement
1/6

কাজের জন্য বৃষ্টির মধ্যেও বাইক চালাতে হয়! কয়েকটা ব্যাপার মাথায় রাখবেন। তাতে আপনার ও বাইকের ভাল। রেইনকোট ও হেলমেট কখনও সস্তার ব্যবহার করবেন না যেন!
advertisement
2/6
বর্যার মরশুমে হেলমেটের ভাইজারে বারবার জলীয় বাষ্প জমে। দুর্ঘটনা এড়াতে ফিঙ্গার ওয়াইপস কিনুন। এতে বারবার বাইক দাঁড় করিয়ে হেলমেটের ভাইজার মুছতে হবে না।
advertisement
3/6
সামনে থাকা গাড়িকে ফলো করুন। তবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। এতে রাস্তায় জলে ডুবে থাকা গর্তের অবস্থান বুঝতে সুবিধা হবে।
advertisement
4/6
খুব বেশি জলে ডুবে থাকা রাস্তা এড়িয়ে চলুন। হাঁটু পর্যন্ত জমা জলে বাইক চালালে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। সাইলেন্সর-এ জল ঢুকতে পারে। বাইক কখনওই বেশিক্ষণ জলের উপর দাঁড় করিয়ে রাখবেন না।
advertisement
5/6
কখনওই হঠাত্ ব্রেক কষবেন না। পিছনের ব্রেক ব্যবহার করুন বেশি। খুব প্রয়োজন হলে হালকা করে সামনের ব্রেক চাপুন। পিচ্ছিল রাস্তায় গাড়ি সোজা রাখার চেষ্টা করবেন।
advertisement
6/6
বর্যার মরশুমে গাড়িতে বাড়তি লাইট থাকলে ভাল। তবে লাইট ফিট করবেন একটু নিচের দিকে। কখনওই হেডলাইটের সমানে লাইট লাগাবেন না। এতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে পড়তে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bike Riding Tips In Monsoon: বৃষ্টির মধ্যেও বাইক চালাতে হয়! এই ব্যাপারগুলো মাথায় রাখবেন