Aquarium Fish Care: গরমে বারবার লোডশেডিং! অ্যাকোরিয়ামের মাছ সুস্থ ও তরতাজা রাখবেন কী করে, জেনে নিন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
Aquarium Fish Care: গরমকালে বিশেষ যত্ন নিতে হয় পোষা মাছের। লোডশেডিং এর কারণে অনেকক্ষণ এয়ার পাম্প বন্ধ থাকলে মাছ মরে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
advertisement
1/7

গরমকালে বিশেষ যত্ন নিতে হয় আপনার পোষা মাছের। লোডশেডিংয়ের কারণে অনেকক্ষণ এয়ার পাম্প বন্ধ থাকলে মাছ মরে যাওয়ার ঘটনা ঘটতে পারে। সেই কারণে বাজার থেকে আজই কিনে আনুন ব্যাটারি চালিত পাম্প।
advertisement
2/7
তুমুল গরমে মানুষ-সহ পশুপাখি প্রত্যেকেই কষ্ট পাচ্ছে। অনেকেই বাড়িতে অ্যাকোরিয়ামের মাছ পোষেন। অ্যাকোরিয়ামের জল গরম কালে অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে যার ফলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাছ মরে যাওয়ার ঘটনা।
advertisement
3/7
অতিরিক্ত গরমে ঘনঘন জল চেঞ্জ করুন অ্যাকোরিয়ামের। ৩০ কিংবা ৫০ শতাংশ জল প্রতিদিন পরিবর্তন করা মাছের জন্য ভাল। নতুন জলে ফ্রেশ অক্সিজেন থাকে মাছ থাকবে ভাল।
advertisement
4/7
অ্যাকোরিয়ামে ব্যবহার করুন এয়ার স্টোন। তাতে জলে অক্সিজেনের লেভেল বাড়বে ফলে মাছ থাকবে সুস্থ ও স্বাভাবিক।
advertisement
5/7
গরমে নিজের পোষা মাছের জন্য এই নিয়মগুলি মেনে চললেই আপনার মাঝে থাকবে সুস্থ এবং তরতাজা।
advertisement
6/7
অ্যাকোরিয়ামের জন্য পাওয়া যায় বিশেষ কিছু কুলিং ফ্যান সেই ফ্যানগুলোও কিন্তু আপনার পোষা মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই গরমের সময়কালে।
advertisement
7/7
এয়ারকন্ডিশন রুমে যদি আপনি আপনার অ্যাকোরিয়াম রাখতে চান তাহলে অবশ্যই একুরিয়ামের মধ্যে হিটার ব্যবহার করতে হবে এবং টেম্পারেচার সেট করে রাখতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Aquarium Fish Care: গরমে বারবার লোডশেডিং! অ্যাকোরিয়ামের মাছ সুস্থ ও তরতাজা রাখবেন কী করে, জেনে নিন