Dandruff Remedy: শীতে খুশকির সমস্যায় নাজেহাল? আপনার ছোট্ট কয়েকটা ভুলেই ক্ষতি হচ্ছে কি? দেখুন এক নজরে
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Dandruff Remedy: খুশকি হলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় না। ফলে চুল খারাপ হয়ে যায়। তবে মাথায় খুশকি হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। আছে রেহাই পাওয়ার উপায়ও। সেগুলি জেনে নিন।
advertisement
1/7

Dandruff Remedy: শীত মানেই চুলে বেড়ে যায় খুশকির উপদ্রব। এতে চুল দেখতে যেমন খারাপ হয়ে যায়, তেমনি চুলের স্বাস্থ্যও নষ্ট হয়ে যায়। (তথ্য- পিয়া গুপ্তা)
advertisement
2/7
Dandruff Remedy: খুশকি হলে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছায় না। ফলে চুল খারাপ হয়ে যায়। তবে মাথায় খুশকি হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। আছে রেহাই পাওয়ার উপায়ও। সেগুলি জেনে নিন।
advertisement
3/7
Dandruff Remedy: ঠান্ডায় গরম জলে মাথা ধোবেন না। গরম জল মাথার ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয়। এই শুষ্ক ত্বকের কারণে মাথার ত্বকে খুশকির সমস্যা দেখা দেয়। তাই শীতে মাথায় কখনও গরম জল দেওয়া উচিত নয়।
advertisement
4/7
Dandruff Remedy: খুশকির সমস্যা থেকে রেহাই পেতে অ্যান্টিড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
advertisement
5/7
Dandruff Remedy: অনেকেই দীর্ঘদিন ধরে মাথায় তেল দেন না? চুলে তেল না দিলে মাথার ত্বক হয়ে যায় শুষ্ক। এই অভ্যাসে খুশকির সমস্যা দেখা দেয়।
advertisement
6/7
Dandruff Remedy: অনেকেই মাথায় শ্যাম্পু ব্যবহার করার পর কন্ডিশনার ব্যবহার করেন। তবে মুশকিল হল, বহু ক্ষেত্রেই তারা ঠিকঠাক কন্ডিশনার ব্যবহার করেন না। ফলে সমস্যা দেখা দেয়।
advertisement
7/7
Dandruff Remedy: এছাড়াও যারা প্রতিদিন বাড়ির বাইরে বেরোন তাদের মাথায় খুশকির পরিমাণ বেশি দেখা যায়। কারণ বাইরে ধুলোবালি থেকে নোংরা জমে খুশকি তৈরি হয় মাথায়। তাই চুলের যত্ন নিন রোজ। এই কিছু কিছু জিনিস মেনে চললে খুশকি থেকে শীতকালে মুক্তি পাবেন নিমেষেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dandruff Remedy: শীতে খুশকির সমস্যায় নাজেহাল? আপনার ছোট্ট কয়েকটা ভুলেই ক্ষতি হচ্ছে কি? দেখুন এক নজরে