Flower-Home Decor Tips: ফুল তাজা রাখতে চান? এই মিশ্রণ ফুলদানিতে ঢালুন! বহুদিন টাটকা থাকবে ফুল, ছড়াবে সুগন্ধ!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Flower-Home Decor Tips: এই নিয়মে ফুল রাখুন ঘরে! ফুলদানিতেও ফুল থাকবে তরতাজা! তাও দীর্ঘদিন! জানুন
advertisement
1/5

ফুল দিয়ে ঘর সাজানো আজকের রীতি নয়! বহুকাল ধরে মানুষ ঘরে তাজা ফুল রাখতে ভালবাসে! কিন্তু মাত্র এক-দু'দিনেই কী শুকিয়ে যাচ্ছে ফুল? তাহলে ফুলকে তাজা রাখতে হলে জানতে হবে কয়েকটি সহজ নিয়ম! photo source collected
advertisement
2/5
প্রথমত যে ফুলদানিতে ফুল রাখবেন তা যেন পরিষ্কার হয়! ফুলদানিতে ময়লা থাকলে ফুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়! photo source collected
advertisement
3/5
ফুলদানিতে ফুল রাখার আগে কাণ্ড বেশি ছোট করে কাটবেন না! ৪৫ ডিগ্রি কোণা করে কাটুন! এতে বহুদিন ফুল তাজা থাকবে! photo source collected
advertisement
4/5
ফুলের যে অংশ জলে ডোবানো থাকবে সেখানে যেন পাতা না থাকে! পাতা থাকলে তাড়াতাড়ি ফুলে পচন ধরে! photo source collected
advertisement
5/5
দু'চামচ অ্যাপল সাইডার ভিনিগার, দু-চামচ চিনি ও হাফ চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে দিয়ে জল ঢেলে দিন! তারপর ফুল রাখুন। বহুদিন টাটকা থাকবে ফুল! একদিন পর পর বদলে নিন জল! photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Flower-Home Decor Tips: ফুল তাজা রাখতে চান? এই মিশ্রণ ফুলদানিতে ঢালুন! বহুদিন টাটকা থাকবে ফুল, ছড়াবে সুগন্ধ!