TRENDING:

Flies Problem: বাড়িতে মাছির উপদ্রব? রইল সহজ-অব্যর্থ উপায়, কোনও কেমিক্যাল স্প্রে ছাড়াই মাছি মরবে পটাপট

Last Updated:
বর্ষায় বাড়িতে মাছির উপদ্রব বাড়ে। বিশেষ করে রান্নাঘরে। মাছি মারতে অনেকেই নানারকম স্প্রে ব্যবহার করেন। কিন্তু মাথায় রাখবেন, সবরকম স্প্রে-তেই কেমিক্যাল থাকে যা শরীরের পক্ষে ক্ষতিকারক। কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপাদানে
advertisement
1/6
বাড়িতে মাছির উপদ্রব? রইল অব্যর্থ উপায়, কেমিক্যাল স্প্রে ছাড়াই মাছি মরবে পটাপট
বর্ষায় বাড়িতে মাছির উপদ্রব বাড়ে। বিশেষ করে রান্নাঘরে। মাছি মারতে অনেকেই নানারকম স্প্রে ব্যবহার করেন। কিন্তু মাথায় রাখবেন, সবরকম স্প্রে-তেই কেমিক্যাল থাকে যা শরীরের পক্ষে ক্ষতিকারক। কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপাদানে।
advertisement
2/6
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, বাড়িতে বেশি পাকা ফল থাকলে তা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলুন। ফলে সামান্য পচন ধরলে তা রেখে দেবেন না, বেশি পাকা ফল মাছিদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে।
advertisement
3/6
ফল এবং সব্জি ভাল করে ধুয়ে রাখুন, খেবাল রাখবেন,ফল বা সবজির গা যেন পরিষ্কার থাকে। চটচটে ভাব থাকলে মাছি বসার ঝুঁকি বেশি। ফল এবং সব্জি ফ্রিজে রাখার চেষ্টা করুন।
advertisement
4/6
অনেকেই বাড়ির বাইরে আবর্জনার ফেলেন। এক্ষেত্রে ঢাকনাযুক্ত পাত্রে ঘরের ময়লা-আবর্জনা রাখার ব্যবস্থা করতে হবে। কারণ আবর্জনা থাকলে মাছির উপদ্রপ বেড়ে যায়। কোনওভাবেই আবর্জনা জমতে দেওয়া যাবে না। মাছি এই আবর্জনার স্তূপেই ডিম পাড়ে। তাই আবর্জনা জমতে দেবেন না।প্রতিদিন ভালোভাবে রান্নাঘর পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। ফ্রিজের নীচ ও আশপাশ পরিষ্কার রাখুন, যাতে কোনও খাবার পড়ে না-থাকে।
advertisement
5/6
মশার মত হাত দিয়ে মাছি মারা যায় না। তবে চাইলে মাছিও মারা সম্ভব। এর জন্য একটি গ্লাসে সামান্য অ্যাপেল সিডার ভিনিগার নিন। এর পর গ্লাসের মুখটি সেলোফেন পেপার দিয়ে মুড়িয়ে দিন। এবার একটি টুথপিক দিয়ে সেলোফেন পেপারের মাঝে একটি ফুটো করুন। এই ফুটোর মধ্যে দিয়ে একটি মাছি গলে যেতে পারে, তেমন বড় ছিদ্র করুন। লক্ষ্য রাখবেন, ফুটো এমন হবে, যার মধ্যে দিয়ে মাছি ঢুকতে পারে, কিন্তু বার হতে না-পারে। ভিনিগারের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে গ্লাসের ভিতরে ঢুকে আটকে যাবে মাছি। বাড়ির যেখানে সবচেয়ে বেশি মাছির আনাগোনা লেগে থাকে, সেখানে এটি রাখুন।
advertisement
6/6
মাছি তাড়াতে কর্পূর কাজে দেয়। অনেক সময় ফল কাটার পর মাছির উপদ্রপ বাড়ে। সেক্ষেত্রে যেখানে ফল কেটে রাখবেন, তার চারপাশে একটু কর্পূর ছড়িয়ে দিন। এই গন্ধে মাছি আর আসবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Flies Problem: বাড়িতে মাছির উপদ্রব? রইল সহজ-অব্যর্থ উপায়, কোনও কেমিক্যাল স্প্রে ছাড়াই মাছি মরবে পটাপট
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল