মেকাপ হবে নিখুঁত, ত্রুটিহীন! আপনার দিক থেকে চোখ ফেরানো যাবে না, পদ্ধতিগুলি জেনে নিন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
আপনি যদি আপনার ত্বকের রঙ আরও উন্নত করতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে ফিটকিরি লাগাতে পারেন সঠিক নিয়মের মধ্যে দিয়ে।
advertisement
1/7

দৈনন্দিন রুটিন যত ব্যস্ত হয়ে উঠছে, মেকআপের অভ্যাসও তত দ্রুত বিকশিত হচ্ছে। আজকের সৌন্দর্য ভোক্তারা আর জটিল, সময়সাপেক্ষ রুটিন খুঁজছেন না বরং দ্রুত মেকাপ পণ্য খুঁজছেন। ঠিক কী কী ভাবে মেকাপ করলে তা হবে ত্রুটিহীন, জানুন।
advertisement
2/7
সবার প্রথমে ফেশওয়াশ দিয়ে মুখ ধুয়ে ব্যবহার করুন ক্লিনজার। তারপরে আপনার ত্বকের সঙ্গে মানানসই প্রাইমার লাগান।
advertisement
3/7
এরপরে লাগিয়ে ফেলুন হাই কাভারেজ ফাউন্ডেশন। কালার কারেক্টর এবং কনসিলরের সাহায্যে দাগছোপ দূর করুন।
advertisement
4/7
এরপর মানানসই কাজল, লাইনার ও লিপস্টিক আপনাক সাজকে স্বয়ংসম্পূর্ণ করবে।
advertisement
5/7
শুষ্ক ত্বক ও টানটান ত্বকের জন্য সমাধান: এছাড়াও মুখে টান ধরে থাকলে এবং শুষ্ক ত্বক হলে এই সমস্যাও দূর করতে সক্ষম ভিটামিন ই। এক চামচ মধুর সঙ্গে দু চামচ দুধ এবং দুটি ভিটামিন ই ক্যাপসুলের জেল মিশিয়ে মিশ্রণ বানিয়ে মুখের উপর লাগিয়ে প্রায় মিনিট পনেরো পর মুখ ধুয়ে নিন। সপ্তাহে মাত্র দুই থেকে তিনবার এই মিশ্রণ মুখে ব্যবহার করুন, ফলাফল দেখে চমকে উঠবেন আপনি নিজেই। এই সবই দারুণ কাজ দেয়। তবে ত্বকের বিশেষ সমস্যা থাকলে বিশেষজ্ঞের মতামত নিন।
advertisement
6/7
আপনি যদি আপনার ত্বকের রঙ আরও উন্নত করতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে ফিটকিরি লাগাতে পারেন সঠিক নিয়মের মধ্যে দিয়ে।
advertisement
7/7
কাঁচা দুধ দিয়েও ত্বকের যত্ন নিতে পারেন। সারাদিন মুখে নানা ধরনের ময়লা লেগে থাকে। তা দূর করার জন্য কাঁচা দুধ মুখে লাগানো যেতে পারে রাতে ঘুমানোর আগে। একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে তাতে একটি তুলোর বল ডুবিয়ে মুখে ঘষুন। কাঁচা দুধ ব্যবহারে মুখের ত্বক উজ্জ্বল হয়, ফর্সা হয় এবং মুখে জমে থাকা নোংরা মৃত ত্বকের কোষ দ্রুত ভ্যানিশ হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মেকাপ হবে নিখুঁত, ত্রুটিহীন! আপনার দিক থেকে চোখ ফেরানো যাবে না, পদ্ধতিগুলি জেনে নিন