TRENDING:

Orange: কমলা লেবু মিষ্টি না টক, কীভাবে চিনবেন? কেনার আগে জেনে নিন পাঁচ মোক্ষম উপায়

Last Updated:
Orange Buying Tips: দাম দিয়ে কমলা লেবু কিনলেও অনেক সময়ই তা মিষ্টি হয় না৷
advertisement
1/6
কমলা লেবু মিষ্টি না টক, কীভাবে চিনবেন? কেনার আগে জেনে নিন পাঁচ মোক্ষম উপায়
শীত এখনও সেভাবে না পড়লেও বাজারে আসতে শুরু করেছে কমলা লেবু৷ শীতের মিঠে রোদ গায়ে মেখে কমলালেবু খাওয়ার মজাই আলাদা৷ কিন্তু যে কমলা লেবু কিনছেন, সেগুলি মিষ্টি কি না, কীভাবে চিনবেন?
advertisement
2/6
বৃন্ত বা ডাঁটি মিষ্টি কমলা লেবু চেনার অন্যতম উপায়৷ যে কমলা লেবু পাকা হয়, সেগুলির বৃন্ত কিছুটা বেরিয়ে থাকে৷ পাকা লেবু মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি৷
advertisement
3/6
কমলা লেবু মিষ্টি হলে সেগুলি থেকে মিষ্টি সুগন্ধ বেরোবে৷ ফলে লেবু কেনার আগে গন্ধ শুঁকে দেখতে পারেন৷
advertisement
4/6
যে লেবুর গায়ের রং গাঢ় কমলা, সেগুলি মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি হয়৷ লেবু টক হলে সাধারণত সেগুলির খোসা সাধারণ হলদেটে বা হলদে সবুজ হয়৷
advertisement
5/6
মিষ্টি কমলালেবুর খোসা সাধারণত কিছুটা আলগা এবং নরম হয়৷ হাত দিয়ে টিপলে বসে যায়৷ তবে এই ধরনের লেবু অনেক সময় পচা হওয়ার সম্ভাবনা থাকে৷
advertisement
6/6
যে লেবুর খোসা খরখরে হয়, সেগুলিও মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷ তবে কিছু লেবু মিষ্টি হলেও সেগুলির গা হলদে হয়, সেক্ষেত্রে খোসায় সবজে ভাব আছে কি না দেখে নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Orange: কমলা লেবু মিষ্টি না টক, কীভাবে চিনবেন? কেনার আগে জেনে নিন পাঁচ মোক্ষম উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল