TRENDING:

Get Rid Of Lizard: বাড়িতে টিকটিকির উৎপাত? এই কয়েকটা ঘরোয়া জিনিস হাতের সামনে রাখুন, ত্রি সীমানাতেও আসবে না এই প্রাণী

Last Updated:
কেবল গা ঘিনঘিনে দৃশ্য নয়, স্বাস্থ্যের জন্যও টিকটিকি কিন্তু রীতিমতো ক্ষতিকর৷ তবে কয়েকটি ঘরোয়া টোটকা জানলেই কিন্তু এই প্রাণীটি ঘরের ত্রিসীমানায় আসবে না৷
advertisement
1/6
বাড়িতে টিকটিকির উৎপাত? কয়েকটা ঘরোয়া জিনিস রাখলে ত্রিসীমানায় আসবে না টিকটিকি
ঘর জুড়ে মাঝে-মাঝেই উঁকি মারছে টিকটিক৷ গা ঘিনঘিনে এই পোকার থেকে মুক্তি পেতে কত কিছুই করলেন৷ কিন্তু মুক্তি কিছুতেই নেই৷ কেবল গা ঘিনঘিনে দৃশ্য নয়, স্বাস্থ্যের জন্যও এই প্রাণী কিন্তু রীতিমতো ক্ষতিকর৷ তবে কয়েকটি ঘরোয়া টোটকা জানলেই কিন্তু এই প্রাণীটি ঘরের ত্রিসীমানায় আসবে না৷
advertisement
2/6
পেপার স্প্রে: ঘর থেকে টিকটিক তাড়ানোর অন্যতম সেরা উপায় পেপার স্প্রে৷ বাজার থেকে যদি না কেনেন, তা হলে গোলমরিচ গুঁড়ো করে জলের সঙ্গে মিশিয়ে নিন৷ এবার তার সঙ্গে জল মিশিয়ে ভাল করে গুলিয়ে নিন৷ তবে গোলমরিচের বদলে স্প্রে ছিটিয়ে নিন৷ গোলমরিচের বদলে লঙ্কাগুড়োও ব্যবহার করুন৷
advertisement
3/6
পেঁয়াজ ও রসুন: এই দু’ইয়ের তীব্র ঝাঁঝালো গন্ধ টিকিটিকি নামক প্রাণীটিকে তাড়িয়ে দেয়৷ প্লাস্টিকের বোতলে কিছুটা জল নিয়ে পেঁয়াজের টুকরো রাখুন৷ তারপর সেই জল ঘরে চারিদিকে ছিটিয়ে রাখুন৷ এতে ঘরে টিকটিকির উপস্থিতি কমবে৷
advertisement
4/6
ন্যাপথলিন: ন্যাপথলিনের তীব্র গন্ধ টিকটিকি একেবারেই সহ্য করতে পারে না৷ ঘরের বিভিন্ন কোণায় কোণায় এই ন্যাপথলিন রেখে দিন৷ এর ফলে কেবল টিকটিকি নয়, আরও অনেক পোকা থেকেও মুক্তি পাবেন৷
advertisement
5/6
কফি: কফির গন্ধ আমাদের অনেকেরই খুব প্রিয়৷ কিন্তু টিকটিকিদের এই গন্ধ একেবারেই না পসন্দ৷ কফি ও তামাক জলে গুলে ঘরের বিভিন্ন কোণায় ছিটিয়ে রাখুন৷ এতেই কিন্তু কাজ হাসিল৷
advertisement
6/6
ডিমের খোসা: অদ্ভুতভাবে ডিমের খোসাকে রীতিমতো ভয় পায় এরা৷ অমলেট করার পর ডিমের খোসা ছাড়িয়ে দেওয়ালে টাঙিয়ে রাখুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Get Rid Of Lizard: বাড়িতে টিকটিকির উৎপাত? এই কয়েকটা ঘরোয়া জিনিস হাতের সামনে রাখুন, ত্রি সীমানাতেও আসবে না এই প্রাণী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল