TRENDING:

Fig Veg or Non Veg: প্রাণীর মৃত্যুতেই এই ফলের জন্ম! ডুমুর নাকি ‘আমিষ’ খাবার? কেন খান না অনেক নিরামিষাশী? ফুলের ভিতরে কী হয় জানলে চমকে যাবেন

Last Updated:
Fig Veg or Non Veg:‘ডুমুরের ফুল’ বিরল৷ এছাড়াও বৈশিষ্ট্য আছে এই ফুলের৷ এর আকার ‘ইনভার্টেড ক্লোজড’৷ অর্থাৎ উল্টো এবং মুখবন্ধ৷ ফলে স্বাভাবিক পরাগমিলন হয় না
advertisement
1/8
প্রাণীর মৃত্যুতেই ফলের জন্ম! ডুমুর আমিষ খাবার? কেন খান না অনেক নিরামিষাশী? জানুন
শুকনো ডুমুর রান্না করে খেলে খুবই সুস্বাদু৷ স্বাদের পাশাপাশি এই ফল গুণের আধার৷ পেটের স্বাস্থ্য, পেশিশক্তি তৈরি, কর্মশক্তির যোগান, আয়রনের যোগান-সহ একাধিক শারীরিক সমস্যা প্রতিহত করে ডুমুরের উপকারিতা৷
advertisement
2/8
কিন্তু জানেন কি ডুমুরকে আমিষ মনে করে অনেক নিরামিষাশীই এই ফল এড়িয়ে যান৷ কিন্তু একটা গাছের ফল কেন নিরামিষ হতে যাবে? অবাক হয়ে ভাবছেন নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর৷ দ্বন্দ্বের উত্তর দিয়েছেন পুষ্টিবিদ রূপালি দত্তা৷
advertisement
3/8
‘ডুমুরের ফুল’ বিরল৷ এছাড়াও বৈশিষ্ট্য আছে এই ফুলের৷ এর আকার ‘ইনভার্টেড ক্লোজড’৷ অর্থাৎ উল্টো এবং মুখবন্ধ৷ ফলে স্বাভাবিক পরাগমিলন হয় না৷
advertisement
4/8
বাতাস, মৌমাছি-সহ একাধিক সাধারণ উপায়ে ডুমুরের পরাগিলন হয় না৷ এই ফুলের ছোট ছিদ্রপথ দিয়ে ডিম পাড়তে প্রবেশ করে স্ত্রী বোলতা৷ সে সময় তার ডানা এবং হুল ভেঙে যায়৷
advertisement
5/8
ডুমুরের ফুলের ভিতরে ডিম পাড়ার পর আর জীবিত থাকে না স্ত্রী বোলতা৷ এর পর বোলতার দেহ ডুমুর ফুলের সঙ্গে বিলীন বা আত্তীভূত হয়ে যায় ফিসিন উৎসেচকের সাহায্যে৷ এই উৎসেচকের প্রভাবে মৃত বোলতার দেহ ভেঙে যায় প্রোটিনে৷
advertisement
6/8
স্ত্রী বোলতার মৃত্যু হলেও তার ডিমগুলি ফুটে লার্ভা বার হয় এবং ডুমুরের ফুল ছেড়ে বাইরে বেরিয়ে আসে৷ ফলে ডুমুর জন্মানোর পিছনে থাকে একটি স্ত্রী বোলতার জীবন৷ সেই জন্য অনেকেই ডুমুরকে খাঁটি নিরামিষ খাবার বলে মনে করেন না৷
advertisement
7/8
তবে তার মানে এই নয় ডুমুর খাওয়া মানে স্ত্রী বোলতাকে আস্ত চিবিয়ে খাওয়া৷ কারণ তার আগে ফুলের সঙ্গে মিলেমিশে একীভূত হয়ে যায় ওই পতঙ্গ৷ ফলে ডুমুরকে আমিষ খাবার হিসেবে দাগিয়ে দেওয়া ঠিক নয়৷ মত পুষ্টিবিদের৷
advertisement
8/8
ভেগানরাও মনে করেন ডুমুর তাঁরা খেতেই পারেন৷ কারণ এই বোলতার মৃত্যু প্রাকৃতিক চক্রের অঙ্গ৷ মানুষ নিজের হাতে কোনও প্রাণিহত্যা করছে না এখানে৷ ফলে ভেগানদের জন্য ডুমুর নিরাপদ ভক্ষণ বলে মত তাঁদের৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fig Veg or Non Veg: প্রাণীর মৃত্যুতেই এই ফলের জন্ম! ডুমুর নাকি ‘আমিষ’ খাবার? কেন খান না অনেক নিরামিষাশী? ফুলের ভিতরে কী হয় জানলে চমকে যাবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল