Health Benefits of spices : আশ্চর্য এক মশলা! রোজ মাত্র দু’টি, চিবিয়ে খান বা জিভে থাকুক, ব্লাডসুগার ও হার্টের রোগের যম
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Health Benefits of spices : রান্নায় স্বাদ বাড়ানো থেকে শুরু করে একাধিক স্বাস্থ্যগুণ। আয়ুর্বেদে ব্যবহৃত হয় ওষুধ হিসেবে। এমন এক আশ্চর্য মশলা থেকে আপনি কেন বঞ্চিত হবেন?
advertisement
1/15

রান্নায় স্বাদ বাড়ানো থেকে শুরু করে একাধিক স্বাস্থ্যগুণ। আয়ুর্বেদে ব্যবহৃত হয় ওষুধ হিসেবে। এমন এক আশ্চর্য মশলা থেকে আপনি কেন বঞ্চিত হবেন?
advertisement
2/15
লবঙ্গ। প্রতিদিন দু’টি লবঙ্গ মুখে রেখে দিন বা চিবিয়ে খেয়ে নিন। তাতেই সুফল। কঠিন রোগ থেকে শুরু করে মুখের গন্ধ, সবের উপশমে কাজে আসে এই জাদুকরী মশলা।
advertisement
3/15
লবঙ্গে এমন যৌগ রয়েছে যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। আর্থ্রাইটিস এবং প্রদাহজনিত অন্ত্রের রোগ থেকে মুক্তি দিতে পারে।
advertisement
4/15
লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য যা ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।
advertisement
5/15
অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত লবঙ্গ। যা মুখের স্বাস্থ্যের জন্য উপকারী। তারা দাঁতের ব্যথা উপশম করতে এবং সামগ্রিক দাঁতের স্বাস্থ্যকে ভাল রাখে। মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন।
advertisement
6/15
পেট ফুলে যাওয়া অর্থাৎ ব্লোটিং, গ্যাস এবং অ্যাসিডিটির মতো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা কমিয়ে হজম শক্তি বাড়ায় লবঙ্গ।
advertisement
7/15
লবঙ্গের ডিটক্সিফাইং বৈশিষ্ট্য রয়েছে যা টক্সিন দূর করে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।
advertisement
8/15
শ্বাসযন্ত্রের সুস্বাস্থ্যের দিকে নজর রাখে। ফলে ঠান্ডা লেগে কাশি, সর্দি, হাঁপানি এবং ব্রঙ্কাইটিস উপশম করতে সাহায্য করে।
advertisement
9/15
অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ উপাদানের কারণে নিয়মিত লবঙ্গ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করতে পারে।
advertisement
10/15
লবঙ্গের অ্যান্টিমিউটাজেনিক বৈশিষ্ট্য লিউকোপ্লাকিয়া এবং স্কোয়ামাস সেল কার্সিনোমার মতো মুখের ক্যানসারের জন্য দায়ী টিউমার কোষের বৃদ্ধিকে বাধা দেয়। লবঙ্গ তেলের নিয়মিত ব্যবহার এই রোগগুলির প্রকোপের হার কমতে পারে।
advertisement
11/15
লবঙ্গ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য দারুণ উপকারী।
advertisement
12/15
লবঙ্গ যা ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে। রোজ লবঙ্গ খেলে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা কমে।
advertisement
13/15
লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য সরাসরি হার্টের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য উপকারী। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হার্টের অসুখের সম্ভাবনা কমায়।
advertisement
14/15
বৈদ্যনাথের চিকিৎসক ডা. আশুতোষ গৌতমের মতে, “লবঙ্গ তেল অ্যান্টিঅক্সিডেন্টের অন্যতম উৎস। অ্যারোমাথেরাপিতে অ্যান্টিসেপটিক এবং ব্যথা উপশমকারী হিসাবে বিশেষত দাঁতের ব্যথা এবং পেট ব্যথা কমাতে ব্যবহৃত হয়।’’
advertisement
15/15
‘‘এটি প্রায়শই বিভিন্ন রোগের চিকিৎসার জন্য অন্যান্য তেলের সঙ্গে মেশানো হয়। যাঁদের ঘুমের সমস্যা আছে তারা কপালে তিলের তেলের সঙ্গে উষ্ণ লবঙ্গ তেল লাগাতে পারেন।’’
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Benefits of spices : আশ্চর্য এক মশলা! রোজ মাত্র দু’টি, চিবিয়ে খান বা জিভে থাকুক, ব্লাডসুগার ও হার্টের রোগের যম