TRENDING:

বাস্তু মতে ঘরে এই ছোট্ট বদল করলেই টাকা আসবে হু হু করে

Last Updated:
এই বাস্তুবিজ্ঞান মতে বাস্তুদোষ দূর করতে পারলে বলা হয় ধনসম্পদে ফুলে ফেঁপে আপনার সিন্দুক ৷ হাতে আসবে টাকা ৷
advertisement
1/7
বাস্তু মতে ঘরে এই ছোট্ট বদল করলেই টাকা আসবে হু হু করে
বাড়ি তৈরি ও ঘরের মধ্যে আসবাব সাজানোর ক্ষেত্রে বাস্তুর একটা বড় ভূমিকা আছে ৷ বলা হয়, বাস্তু ঠিক না হলে সে বাড়িতে কখনও সুখ, শান্তি, অর্থ কোনও কিছুই স্থিতু হয় না ৷ সুখ শান্তি অনেকাংশে নির্ভর করে আপনার বাড়ির পরিবেশ এবং পকেটের অবস্থা কতটা ভাল রয়েছে তার উপর ৷ আর এগুলো অনেকটাই আবার নির্ভর করে বাস্তুবিজ্ঞানের উপর ৷ এই বাস্তুবিজ্ঞান মতে বাস্তুদোষ দূর করতে পারলে বলা হয় ধনসম্পদে ফুলে ফেঁপে আপনার সিন্দুক ৷ হাতে আসবে টাকা ৷
advertisement
2/7
বাস্তুদোষ কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আয়নার ৷ দর্পণ ৷ আয়না ৷ বলা হয় মুখই নাকি মনের আয়না ৷ তাই মন পরিষ্কার থাকলেই মুখেও তার প্রতিফলন দেখা যায় ৷ বাস্তু মেনে আয়নার অবস্থান হলে বাড়ি ভরে উঠে পজিটিভ এনার্জিতে ৷
advertisement
3/7
জেনে নেওয়া যাক ঘরের কোন কোণায় আয়না রাখলে আপনার জীবনে আসবে সুখ, শান্তি, অর্থ ৷
advertisement
4/7
বাস্তুমতে সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের চেহারা দেখলে শরীরে প্রবেশ করতে পারে নেগেটিভ এনার্জি।
advertisement
5/7
বাস্তুবিজ্ঞান অনুযায়ী ঘরের পূর্ব দিকে আয়না রাখলে তাতে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়ে৷ সন্তানসুখের সম্ভাবনাও থাকে ৷
advertisement
6/7
ঘরের উত্তর দিকে দরজা-জানলা না থাকলে এখানে আয়না রাখা উচিত৷ শাস্ত্র অনুযায়ী উত্তর দিকটি ধনদেবতা কুবেরের দিক ৷ তাই এখানে আয়না রাখার কথাটি ভেবে দেখতে পারেন ৷ উত্তর দিকে আয়না লাগানো সম্ভব না হলে পূর্বদিকে আয়না রাখতে পারেন, এর ফলে ধনসম্পদ দ্বিগুণ,চর্তুগুণ বৃদ্ধি পাবে ৷
advertisement
7/7
রান্নাঘরের সামনে আয়না থাকাও বাস্তু অনুযায়ী শুভ ৷ এতে জীবনে উন্নতির সম্ভাবনা তৈরি হয় ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বাস্তু মতে ঘরে এই ছোট্ট বদল করলেই টাকা আসবে হু হু করে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল