TRENDING:

Liver Disease|| ক্লান্তিতে ভুগছেন, খিদে-ওজন কমছে বা বাড়ছে? সাবধান, 'এই' কারণগুলোই কিন্তু দায়ী...

Last Updated:
Fatty liver disease symptoms: প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়, যেগুলো বুঝতে পারলেই সতর্ক হতে হবে।
advertisement
1/7
ক্লান্তিতে ভুগছেন, খিদে-ওজন কমছে বা বাড়ছে? সাবধান, 'এই' কারণগুলোই কিন্তু দায়ী...
*অত্যধিক মদ্যপানের ফলে লিভারের মারাত্মক ক্ষতি হয়। অ্যালকোহলের কারণে লিভারের ক্ষতি হলে তাকে অ্যালকোহল-সম্পর্কিত লিভার ডিজিজ বা ফ্যাটি লিভার ডিজিজ বলে। এই রোগের বেশ কয়েকটি ধাপ রয়েছে। এর মধ্যে সিরোসিস হল সবচেয়ে গুরুতর পর্যায়। সংগৃহীত প্রতীকী ছবি। 
advertisement
2/7
*তবে রোগ এই পর্যায়ে পৌঁছতে বেশ কয়েক বছর সময় লাগে। কিন্তু মুশকিল হল, লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত ঘুণাক্ষরেও কিছু টের যায় না। তবে প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকটি লক্ষণ দেখা যায়, যেগুলো বুঝতে পারলেই সতর্ক হতে হবে। সংগৃহীত প্রতীকী ছবি। 
advertisement
3/7
*কতটা মদ অত্যধিক: মদ্যপানে আসক্ত নন এমন মানুষের শরীরেও অতিরিক্ত অ্যালকোহল গেলে লিভারের ক্ষতির সম্ভাবনা থাকে। কোনও ব্যক্তি যত বেশি অ্যালকোহল পান করবেন, অ্যালকোহল-সম্পর্কিত লিভারের রোগ হওয়ার ঝুঁকি তাঁর তত বেশি। এটা অন্যান্য লিভারের রোগকেও বাড়িয়ে দেয়। ড্রিঙ্ক ওয়ার অনুসারে, প্রতিদিন ৪০ গ্রাম বা তার বেশি অ্যালকোহল পান করলে ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সংগৃহীত প্রতীকী ছবি। 
advertisement
4/7
*অ্যালকোহল-সম্পর্কিত লিভার ডিজিজের লক্ষণ: প্রাথমিক পর্যায়ে অ্যালকোহল-সম্পর্কিত লিভার রোগের কোনও উপসর্গ থাকে না বললেই চলে। অনেকে বুঝতেও পারেন না তাঁদের লিভারের মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে। সংগৃহীত প্রতীকী ছবি। 
advertisement
5/7
*তবে বিশেষজ্ঞরা বলেন, অ্যালকোহলের কারণে ক্ষতিগ্রস্ত হলে লিভার ফুলে যায়, যার ফলে পেটের ডানদিকে অস্বস্তি হতে পারে। এছাড়া ক্লান্তি, ওজন হ্রাস, খিদে কমে যাওয়া, বমি বমি ভাবও হতে পারে। অনেক সময় চোখ এবং ত্বকও হলুদ হয়ে যায়। পা এবং গোড়ালিও ফুলে যায়। অনেকে রক্ত বমিও করেন। সংগৃহীত প্রতীকী ছবি। 
advertisement
6/7
*অ্যালকোহল কীভাবে লিভারের ক্ষতি করে: অ্যালকোহল লিভারের এনজাইমগুলোকে ভেঙে ফেলে। যার ফলে দীর্ঘমেয়াদী ক্ষতি হয়। লিভার নিজেকে সারিয়ে তুলতে সক্ষম। কিন্তু যতবার লিভার অ্যালকোহল ফিল্টার করে ততবার লিভারের কিছু কোষ মারা যায়। লিভার নতুন কোষ তৈরি করতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরে অ্যালকোহল ব্যবহারের ফলে সেই পুনর্জন্মের ক্ষমতার হ্রাস হয়। ফলে লিভারের দীর্ঘমেয়াদী এবং স্থায়ী ক্ষতি হয়। সংগৃহীত প্রতীকী ছবি। 
advertisement
7/7
*লিভারের ক্ষতিকে বাড়িয়ে দেওয়ার অন্যান্য কারণ: অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করার পাশাপাশি, আরও কিছু কারণ রয়েছে যা অ্যালকোহল-সম্পর্কিত লিভার ডিজিজের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। এর মধ্যে রয়েছে অতিরিক্ত ওজন বা স্থূলতা এবং আগে থেকে হওয়া কোনও লিভারের রোগ, যেমন হেপাটাইটিস সি। পুরুষদের তুলনায় অ্যালকোহলের ক্ষতিকর প্রভাব মহিলাদের বেশি। জেনেটিক্সও একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। সংগৃহীত প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Liver Disease|| ক্লান্তিতে ভুগছেন, খিদে-ওজন কমছে বা বাড়ছে? সাবধান, 'এই' কারণগুলোই কিন্তু দায়ী...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল