TRENDING:

Fatty Heart Symptoms: আপনার হার্টের পেশির চারপাশে মেদের স্তর জমেনি তো? হার্ট অ্যাটাক হবেই! সাবধান! ফ্যাটি হার্টের লক্ষণ চিনুন

Last Updated:
Fatty Heart Symptoms: হার্ট বা হৃদযন্ত্রে কিছু পরিমাণ মেদ থাকেই। সেটা কিছুটা পরিমাণ পর্যন্ত স্বাভাবিক। একে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্যাট। সুস্বাস্থ্যের জন্য এই ফ্যাট প্রয়োজনীয়
advertisement
1/8
আপনার হার্টের পেশির চারপাশে মেদ জমেনি তো? হার্ট অ্যাটাক আসছে! ফ্যাটি হার্টের লক্ষণ চিনুন
ফ্যাটি লিভার নিয়ে তো শুনেছেন অনেক কথা। কিন্তু জানেন কি ফ্যাটি হার্টের সমস্যাও দেখা দেয়। আধুনিক জীনযাপনে বড় সমস্যা ফ্যাটি হার্ট।
advertisement
2/8
কী এই ফ্যাটি হার্ট? হৃদযন্ত্রের পেশির চারপাশে অবাঞ্ছিত মেদ জমলে তখন বলা হয় সেই ব্যক্তি ফ্যাটি হার্টে আক্রান্ত। বলছেন ডাক্তার কেইথ সি ফার্দিনান্দ।
advertisement
3/8
হার্ট বা হৃদযন্ত্রে কিছু পরিমাণ মেদ থাকেই। সেটা কিছুটা পরিমাণ পর্যন্ত স্বাভাবিক। একে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্যাট। সুস্বাস্থ্যের জন্য এই ফ্যাট প্রয়োজনীয়।
advertisement
4/8
কিন্তু স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে চর্বি বা মেদ হার্টের পেশির চারপাশে জমলেই বিপদ ঘনিয়ে আসে। একে বলা হয় এপিকার্ডিয়াল অ্যাডিপোজ টিস্যু বা Epicardial adipose tissue বা EAT।
advertisement
5/8
হৃদযন্ত্রের পেশির চারপাশে এপিকার্ডিয়াল অ্যাডিপোজ টিস্যু কয়েক স্তরে জমা হলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি। কারণ এর ফলে ফ্যাটি অ্যাসিড ভেঙে গিয়ে ইনফ্লেম্যাশন বেড়ে যায়। রোগ প্রতিরোধ শক্তি ভেঙে পড়ে।
advertisement
6/8
ফ্যাটি হার্টের জন্য করোনারি আর্টারি ডিজিজ, কার্ডিওভাসক্যুলার ডিজিজের আশঙ্কা বেড়ে যায়। অতিরিক্ত ওজন, উচ্চরক্তচাপ থাকলে ফ্যাটি হার্টের আশঙ্কা বেশি। তবে রোগাদের ক্ষেত্রেও এই রোগ হতে পারে।
advertisement
7/8
ফ্যাটি হার্টের লক্ষণ বা উপসর্গ প্রথমে ধরা যায় না। কিন্তু বেশি দেরি হয়ে গেলে সারতে সমস্যা হয়। তাই বুকে ব্যথা, বুকে চাপ অনুভূতি, অস্বস্তি একটুও দেখা দিলে সতর্ক হোন।
advertisement
8/8
শ্বাস প্রশ্বাসে সমস্যা, ঘাড়, চোয়াল, কাঁধ, পিঠ, পেটের উপরের অংশে ব্যথা হলে অবহেলা করবেন না। হাত পায়ে দুর্বলতা, অসাড়ভাব মনে হলেও সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fatty Heart Symptoms: আপনার হার্টের পেশির চারপাশে মেদের স্তর জমেনি তো? হার্ট অ্যাটাক হবেই! সাবধান! ফ্যাটি হার্টের লক্ষণ চিনুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল