Fatty Heart Symptoms: আপনার হার্টের পেশির চারপাশে মেদের স্তর জমেনি তো? হার্ট অ্যাটাক হবেই! সাবধান! ফ্যাটি হার্টের লক্ষণ চিনুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Fatty Heart Symptoms: হার্ট বা হৃদযন্ত্রে কিছু পরিমাণ মেদ থাকেই। সেটা কিছুটা পরিমাণ পর্যন্ত স্বাভাবিক। একে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্যাট। সুস্বাস্থ্যের জন্য এই ফ্যাট প্রয়োজনীয়
advertisement
1/8

ফ্যাটি লিভার নিয়ে তো শুনেছেন অনেক কথা। কিন্তু জানেন কি ফ্যাটি হার্টের সমস্যাও দেখা দেয়। আধুনিক জীনযাপনে বড় সমস্যা ফ্যাটি হার্ট।
advertisement
2/8
কী এই ফ্যাটি হার্ট? হৃদযন্ত্রের পেশির চারপাশে অবাঞ্ছিত মেদ জমলে তখন বলা হয় সেই ব্যক্তি ফ্যাটি হার্টে আক্রান্ত। বলছেন ডাক্তার কেইথ সি ফার্দিনান্দ।
advertisement
3/8
হার্ট বা হৃদযন্ত্রে কিছু পরিমাণ মেদ থাকেই। সেটা কিছুটা পরিমাণ পর্যন্ত স্বাভাবিক। একে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্যাট। সুস্বাস্থ্যের জন্য এই ফ্যাট প্রয়োজনীয়।
advertisement
4/8
কিন্তু স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে চর্বি বা মেদ হার্টের পেশির চারপাশে জমলেই বিপদ ঘনিয়ে আসে। একে বলা হয় এপিকার্ডিয়াল অ্যাডিপোজ টিস্যু বা Epicardial adipose tissue বা EAT।
advertisement
5/8
হৃদযন্ত্রের পেশির চারপাশে এপিকার্ডিয়াল অ্যাডিপোজ টিস্যু কয়েক স্তরে জমা হলে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি। কারণ এর ফলে ফ্যাটি অ্যাসিড ভেঙে গিয়ে ইনফ্লেম্যাশন বেড়ে যায়। রোগ প্রতিরোধ শক্তি ভেঙে পড়ে।
advertisement
6/8
ফ্যাটি হার্টের জন্য করোনারি আর্টারি ডিজিজ, কার্ডিওভাসক্যুলার ডিজিজের আশঙ্কা বেড়ে যায়। অতিরিক্ত ওজন, উচ্চরক্তচাপ থাকলে ফ্যাটি হার্টের আশঙ্কা বেশি। তবে রোগাদের ক্ষেত্রেও এই রোগ হতে পারে।
advertisement
7/8
ফ্যাটি হার্টের লক্ষণ বা উপসর্গ প্রথমে ধরা যায় না। কিন্তু বেশি দেরি হয়ে গেলে সারতে সমস্যা হয়। তাই বুকে ব্যথা, বুকে চাপ অনুভূতি, অস্বস্তি একটুও দেখা দিলে সতর্ক হোন।
advertisement
8/8
শ্বাস প্রশ্বাসে সমস্যা, ঘাড়, চোয়াল, কাঁধ, পিঠ, পেটের উপরের অংশে ব্যথা হলে অবহেলা করবেন না। হাত পায়ে দুর্বলতা, অসাড়ভাব মনে হলেও সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fatty Heart Symptoms: আপনার হার্টের পেশির চারপাশে মেদের স্তর জমেনি তো? হার্ট অ্যাটাক হবেই! সাবধান! ফ্যাটি হার্টের লক্ষণ চিনুন