Fashion With Jeans: জিন্স দিয়েই হতে পারে রকমারি সব ফ্য়াশন, রইল বিকল্প
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Fashion With Jeans: জিন্সের সঙ্গে কিন্তু শাড়িও পরা যেতে পারে। এটিও কিন্তু কম ভাল নয়। ফ্য়াশন ট্রেন্ড হিসাবে ভালই চলছে এটি।
advertisement
1/6

আপনার ফ্য়াশন আপনার ব্য়ক্তিত্বেরও ঝলক হতে পারে। কিন্তু অতি সাধারণ জিন্স দিয়ে কতরকমের ফ্য়াশন হতে পারে আপনি কি জানেন?
advertisement
2/6
জিনস যে শুধু শীতের জন্য় এমনটা ভাবার কোনও কারণ নেই। বরং গরমেও জিনস হতে পারে আপনার তাড়াহুড়োয় পরার একমাত্র পোশাক।
advertisement
3/6
ডেনিম জিনস আপনার জন্য় প্রথম বিকল্প। যে কাজেই আপনি যান না কেন একটা ডেনিম জিন্স গলিয়ে নিতে পারেন। সাদা শার্ট আপনাকে গরমে স্বস্তি দেবে। তাই উপরে পরার জন্য় হালকা কিছু পরতে পারেন।
advertisement
4/6
আপনার যদি ট্য়ান পরার সমস্য়া না থাকে তাহলে আপনার জন্য় দুর্দান্ত বিকল্প হল ডেনিম শর্টস আর টি শার্ট।
advertisement
5/6
জিনসের সঙ্গে কুর্তাও কিন্তু দারুণ অপশন। যে কোনও রংয়ের কুর্তা পরতে পারেন। তবে এক্ষেত্রে এ লাইন পরলেই ভাল। বড় রূপালি ঝুমকো আপনাকে আরও সুন্দর বানাবে।
advertisement
6/6
জিন্সের সঙ্গে কিন্তু শাড়িও পরা যেতে পারে। এটিও কিন্তু কম ভাল নয়। ফ্য়াশন ট্রেন্ড হিসাবে ভালই চলছে এটি।