TRENDING:

Fashion Tips: শাড়িতেই নারী চমৎকার, খালি কি শাড়ি কীভাবে পরছেন তাতেই লাস্য লুকিয়ে

Last Updated:
নায়িকাদের মতো ফুটে উঠবে শরীরের নিখুঁত গড়ন! শাড়ি পরার সময়ে শুধু খেয়াল রাখতে হবে কয়েকটা ব্যাপার!
advertisement
1/8
শাড়িতেই নারী চমৎকার, খালি কি শাড়ি কীভাবে পরছেন তাতেই লাস্য লুকিয়ে
#নয়াদিল্লি: শাড়ি হচ্ছে এমন একটি ভারতীয় পোশাক, যা সব নারীর সৌন্দর্যকে তুলে ধরে। তবে অনেকে নিজেদের ফিগারের কথা ভেবে শাড়ি পরতে ভয় পান। তাঁরা মনে করেন যে শাড়ি পরলে তাঁদের শারীরিক গঠনের অসামঞ্জস্য আরও বেশি করে ফুটে উঠবে। তবে ব্যাপারটা কিন্তু একেবারেই উল্টো। কারণ নিজের শারীরিক গঠন অনুযায়ী যদি শাড়ি পরা যায় তাহলে আরও বেশি সুন্দর দেখায়। এখানে এমন কিছু টিপস রইল, যা শারীরিক গঠন অনুযায়ী শাড়ি পরতে সাহায্য করবে এবং প্রত্যেক নারীকে আরও বেশি সুন্দর করে উপস্থাপন করবে। Photo Courtesy- Facebook
advertisement
2/8
শাড়ির প্রকার যদি চেহারা রোগা পাতলা হয় তাহলে শিফন বা জর্জেট জাতীয় শাড়ি না পরলে ভালো হয়। বরং তার পরিবর্তে কাঞ্জিভরম, তসর, হ্যান্ডলুম বা বেনারসি বেছে নিতে হবে। এই শাড়িগুলো জমকালো এবং ভারী হয়, ফলে যিনি পরবেন, তাঁর চেহারাতেও ভারিক্কি ভাব নিয়ে আসবে। Photo Courtesy- Facebook
advertisement
3/8
সঠিক রঙ শুধু শাড়ির প্রকার নয়, খেয়াল রাখতে হবে শাড়ির রঙেও। লাল, কমলা, হলুদ, বেগুনি এরকম উজ্জ্বল রঙের শাড়ির উপরেও শারীরিক গঠন কেমন দেখাতে পারে সেটা নির্ভর করে। এছাড়াও আরও বেশি গর্জাস দেখাতে হাল্কা প্যাস্টেল শেড, উজ্জ্বল নিয়ন বা সাদাটে রঙ বেছে নেওয়া যেতে পারে। Photo Courtesy- Facebook
advertisement
4/8
বড় প্রিন্ট ও বর্ডার বড় আকারের প্রিন্ট দেওয়া শাড়ি চেহারায় কার্ভ নিয়ে আসে। অন্যভাবে পরতে গেলে বর্ডারের কথাও একবার চিন্তা করতে হবে। থ্রেড এমব্রয়ডারি, জরির কাজ, মুক্তো, পাথর এবং নানা উজ্জ্বল ডিজাইন কার্ভগুলিকে হাইলাইট করবে। Photo Courtesy- Facebook
advertisement
5/8
সঠিক ব্লাউজ শাড়ি ও ব্লাউজের রঙ এক হলে কার্ভি দেখাবে। কলারযুক্ত ব্লাউজ, বেল আকৃতির হাতা, এবং হাই নেক ব্লাউজও কার্ভি গঠন তুলে ধরে। ভারী এমব্রয়ডারি করা ব্লাউজও এক্ষেত্রে কাজে দেবে। Photo Courtesy- Facebook
advertisement
6/8
সঠিক পেটিকোট রোগা পাতলা চেহারা যাঁদের তাঁদের জন্য ফিশ কাট পেটিকোট আদর্শ। এছাড়াও একটু মোটা কাপড়ের পেটিকোট পরে তার উপরে শাড়ি পরা যেতে পারে। Photo Courtesy- Facebook
advertisement
7/8
বেল্টের ব্যবহার শাড়ির উপর একটি বেল্ট পরা এখন ফ্যাশন স্টেটমেন্ট হয়েছে। নিজের লুকে আধুনিক ছোঁয়া আনতে চওড়া চামড়ার বেল্ট ব্যবহার করা যায়। বেল্টের পরিবর্তে কোমরবন্ধও পরা যেতে পারে। তাতেও কার্ভ নজরে আসবে। Photo Courtesy- Facebook
advertisement
8/8
হিল জুতো ফিগার এবং উচ্চতা যাই হোক না কেন, হিল জুতো শাড়ির সঙ্গে পরা যেতে পারে। হিল সঠিক ভঙ্গি বজায় রাখতে এবং কার্ভ তুলে ধরতে সাহায্য করে। যদি পেন্সিল হিল পরতে স্বাচ্ছন্দ্যবোধ না হয়, তাহলে ওয়েজ বা ব্লক হিলও পরা যায়। Photo Courtesy- Facebook
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fashion Tips: শাড়িতেই নারী চমৎকার, খালি কি শাড়ি কীভাবে পরছেন তাতেই লাস্য লুকিয়ে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল