TRENDING:

বিয়ের মরশুম শুরু, রইল সহজেই মেকআপ করার টিপস

Last Updated:
advertisement
1/8
বিয়ের মরশুম শুরু, রইল সহজেই মেকআপ করার টিপস
নভেম্বর মানেই বিয়ে আর পার্টি সিজ়ন। কিন্তু এই পার্টির মরশুমে কি শুধু এনজয় করলে চলবে? স্পট লাইট আর সবার নজর কেড়ে নিতে কেমন হবে আপনার মেকআপ সে কথাও তো ভাবতে হবে। সবার নজর যাতে আপনিই কাড়তে পারেন তাই রইল কিছু গাইডলাইন। এগুলো ঠিকমতো মানলে আপনি কিন্তু পার্টির দিনে সবার চোখের মণি হয়ে উঠবেন। (Photo collected)
advertisement
2/8
পার্টি সিজ়নে মেটালিক লাইনার দিয়ে চোখ হাইলাইট করতেই পারেন, একদম নতুন একটা লুক পাবেন। তবে তা যেন রেগুলার ব্ল্যাক এবং ব্রাউনের সঙ্গে মানানসই হয়। মাস্কারার লেয়ার দিয়ে আইল্যাশ টাচ আপ করতে ভুলবেন না কিন্তু। (Photo collected)
advertisement
3/8
লাইনারের পাশাপাশি মেটালিক আইশ্যাডো পার্টি সিজ়নে ভালো অপশন হতে পারে। (Photo collected)
advertisement
4/8
মেটালিক শেড ব্যবহার করতে ইচ্ছে না হলে স্মোকি আইজ় করতে পারেন। শুধু ব্ল্যাকের বদলে বেছে নিন ব্রাউন শেড। (Photo collected)
advertisement
5/8
যেহেতু বাতাসে ঠান্ডার ছোঁয়া পড়তে শুরু করেছে, তাই বিভিন্ন ধরনের কালার শেড, গ্লিটার এ সময় একেবারে ইন। গ্রিন, পার্পেল, ব্লু শেডগুলো আইডিয়াল। (Photo collected)
advertisement
6/8
শিমার ব্যবহার করে পার্টি লুকে একটু গ্ল্যাম কোশেন্ট বাড়িয়ে নিন। সঠিক জায়গায় একটু শিমার ছোঁয়ালেই আপনি হয়ে উঠবেন ‘ডিভা’। (Photo collected)
advertisement
7/8
বেস মেকআপের ক্ষেত্রে ভালো ময়শ্চারাইজ়িং প্রাইমার খুব দরকার। তবে মেকআপ করার আগে ত্বক পরিষ্কার ও ময়শ্চারাইজ়ড রাখার দিকেও বিশেষ নজর দিতে হবে। (Photo collected
advertisement
8/8
ঠান্ডার সময়ের পার্টি, তাই ক্রিম বেসড কোনও অপ্শন বেছে নিন ঠোঁটের জন্য। বেছে নিন ডার্ক শেডের লিপস্টিক। বোল্ড লিপের জন্য অনায়াসে পরুন ডিপ অরেঞ্জ, প্লাম বা ফুশিয়া। বেরি বা ডিপ রেডের মধ্যেও বাছতে পারেন আপনার পছন্দের কালার। (Photo collected)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বিয়ের মরশুম শুরু, রইল সহজেই মেকআপ করার টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল