advertisement
1/7

আপনি ঘরে ছিলেন। পাখা লাইট সব চালু করে রেখেছিলেন। ঘর থেকে বেড়িয়ে যাওয়ার সময় আপনি সব বন্ধ করতে ভুলে গেলেন। এক ঘণ্টা পরে ফিরে এলেন। কিন্তু তখনও লাইট, পাখা চলছে। এটা কখনই করবেন না। চেষ্টা করবেন ঘর থেকে বাইরে যাওয়ার আগে সব বন্ধ করে যেতে। এতে সব সময় বিল কম ওঠে। photo source collected
advertisement
2/7
খুব অসুবিধা না হলে ঘরের এসি চালিয়ে বসে থাকবেন। এটা গরমে মানতে পারলে বিল কম আসবে। photo source collected
advertisement
3/7
বাড়িতে বাল্ব বা টিউব থাকলে সেগুলো নিয়মিত পরিস্কার করুন। এতে আলোও ভাল পাবেন ইলেকট্রিকও কম পুড়বে। photo source collected
advertisement
4/7
কাপড় কাচার পর ওয়াশিং মেশিনের ড্রায়ারে না শুকিয়ে রোদে শোকান। এতে বিল কম আসবে। photo source collected
advertisement
5/7
কম্পিউটার চালালে, কাজ হয়ে গেলে সব সময় কম্পিউটারটা অফ করে রাখুন। এতে খানিকটা হলেও বিল কম উঠবে। photo source collected
advertisement
6/7
রিমোট দিয়ে টিভি অফ করার পর সব সময় মেইন সুইচ বন্ধ করুন। টিভির মেইন সুইচ বন্ধ করতে ভুলবেন না। photo source collected
advertisement
7/7
এসির তাপমাত্রা সব সময় ২২ থেকে ২৪ এর মধ্যে রাখার চেষ্টা করবেন। এর থেকে কমালে বিল বেশি আসতে বাধ্য। photo source collected