রাত পোহালেই উৎসবের সূচনা, দিওয়ালির মেক-আপ টিপস দিলেন অভিজিৎ চন্দ, দেখুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
করোনা পরিস্থিতিতে মাস্ক পরতেই হবে। মেক আপটা সেটা মাথায় রেখে করুন। আই মেক আপকে হাইলাইট করুন। এ ছাড়াও রইল আর কিছু টিপস।
advertisement
1/8

*উৎসব মনে আনন্দ খাওয়া-দাওয়া। তার থেকেও বেশি জরুরি সাজগোজ। করোনা আবহ। বড় করে কিছুই হচ্ছে না। মনটা একটু খারাপ। সাজলে কিন্তু মন ভাল হয়। আর সাজার টিপস যদি দেন, বিখ্যাত মেক আপ আর্টিস্ট অভিজিৎ চন্দ, তাহলে তো আর কথাই নেই। অভিজিতের স্পেশ্যাল টিপস অনুযায়ী সেজে একেবারে তাকে লাগিয়ে দিতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*অভিজিতের মতে, 'করোনা পরিস্থিতিতে মাস্ক পরতেই হবে। মেক আপটা সেটা মাথায় রেখে করুন। আই মেক আপকে হাইলাইট করুন।' সংগৃহীত ছবি।
advertisement
3/8
*আপনি শিমারি, গ্লিটারি আই শ্যাডো ব্যবহার করতে পারেন। মেটালিক আই শ্যাডোও পরতে পারেন। সুন্দর করে লাইনার পরুন। অনেকটা মাস্কারা দিন। খুব ড্রামাটিক করতে চাইলে একটু গ্লিটার ব্যবহার করতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*কালার্ড আই লাইনার পরতে পারেন। সেক্ষেত্রে গ্লিটারি বা উজ্জ্বল রঙের আই শ্যাডো ব্যবহার করবেন না। তবে অভিজিৎ মনে করেন ভারতীয় পোশাকের সঙ্গে রঙিন লাইনার ভাল দেখায় না। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*অভিজিৎ বললেন, ' সুন্দর আই মেক আপের সঙ্গে চিকস-এ ব্লাশ লাগান। হাই লাইটার লাগান। আর হ্যাঁ, মেক আপ করার আগে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। ময়েশ্চারাইজার লাগালে মেক আপ ভাল বসে।'
advertisement
6/8
*নিজের পছন্দ মতো লিপ কালার লাগান। ম্যাট, গ্লসি বা ক্রিমি যা ইচ্ছে পরতে পারেন। তবে লিপস্টিকটা সঙ্গে নিতে হবে। মাস্ক পরাতে খানিক উঠে গেলে, যাতে টাচ আপ করতে পারেন। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*পিচ, পাম, রেড ওয়াইন, লিপ কালার খুব ইন। ন্যুড, রেড লিপস্টিক সবসময় পরা যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*চুলের ক্ষেত্রে অভিজিতের টিপ, 'এই সময় গরম অনেকটাই কম। চুল খোলা রাখা যেতে পারে। কিন্তু দিওয়ালি, আলোর উৎসব, বাজি না পোড়ালেও প্রদীপ জ্বালানো হবে। তাই চুল বাঁধতেও পারেন। নিট পানি টেল সুন্দর দেখায়। ব্রেডস বা বেনি করুন। ফ্রেঞ্চ ব্রেড খুব সুন্দর দেখায়।' সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
রাত পোহালেই উৎসবের সূচনা, দিওয়ালির মেক-আপ টিপস দিলেন অভিজিৎ চন্দ, দেখুন...