advertisement
1/5

বাড়িতে দিন দিন কী পিঁপড়ের উৎপাত বাড়ছে? তাহলে এখনই সাবধান হোন। ঘরে অনেক স্প্রে ছড়িয়েও হয়তো তেমন উপকার পাননি। কিন্তু এবার আপনার মুশকিল আসান হবে সহজেই। photo source collected
advertisement
2/5
রান্না ঘরে রোজকার প্রয়োজনের জিনিসের মধ্যেই লুকিয়ে আছে পিঁপড়ে থেকে ঘরকে মুক্ত করার দাওয়াই। photo source collected
advertisement
3/5
পিঁপড়ের আনাগোনা বেশি এমন জায়গায় তেজ পাতা গুঁড়ো করে ছড়িয়ে দিন। পিঁপড়ে তেজ পাতার গন্ধ সহ্য করতে পারে না। ফলে সমস্যা এড়ানো সহজ হবে। photo source collected
advertisement
4/5
চিনির পাত্র থেকে পিঁপড়ে তাড়াতে কয়েকটা লবঙ্গ রেখে দিলেও কাজ হয়। লবঙ্গ ও দারচিনির গুঁড়ো কিংবা গোটা দারচিনি ও লবঙ্গ ছড়িয়ে দিন সে সব জায়গায়, যেখানে পিঁপড়ের আনাগোনা বেশি। তাহলেই পালাবে পিঁপড়ে। photo source collected
advertisement
5/5
এক টুকরো লেবুর খোসা যেখানে পিঁপড়ে আছে সেখানে রেখে দিন। দেখবেন কেমন ঝট করে পিঁপড়ে পালায়। photo source collected