TRENDING:

ইস্ত্রি ছাড়াও জামা কাপড় আয়রন করা যায়! রইল ৫ সহজ পদ্ধতি!

Last Updated:
advertisement
1/5
ইস্ত্রি ছাড়াও জামা কাপড় আয়রন করা যায়! রইল ৫ সহজ পদ্ধতি!
লোহার তৈরি, তলাটা সমান এমন একটা পাত্রে খানিকটা জল ফুটিয়ে নিন। এ বার জলটা ফেলে দিয়ে, গরম পাত্রটি দিয়েই কুচকানো জামা-কাপড়ের উপর ইস্ত্রি করার মতো করে ঘষে নিন। দেখবেন কুচকানো পোশাক সমান হয়ে গিয়েছে। photo source collected
advertisement
2/5
বাড়িতে আজকাল সবারই হেয়ার স্ট্রেটনার থাকে। হেয়ার স্ট্রেটনার দিয়ে পোশাকের ভাঁজে ভাঁজে সমান ভাবে টেনে টেনে ঘষে নিন। মনেই হবে না জামা কাপড় ইস্ত্রি করেননি। photo source collected
advertisement
3/5
কুচকানো জামা-কাপড়ের ভাঁজের উপর সামান্য ঠান্ডা জল ছিটিয়ে তার উপরে হেয়ার ড্রায়ার চালিয়ে নিন। দেখবেন পোশাক সমান হয়ে গিয়েছে। photo source collected
advertisement
4/5
জামা-কাপড় সমান করতে সাদা ভিনিগার খুব কাজের। ২ কাপ জলে ৩-৪ চামচ সাদা ভিনিগার মিশিয়ে নিন। এ বার ওই মিশ্রণটি কুচকানো জামা-কাপড়ের ভাঁজে ভাঁজে স্প্রে করে আলতো হাতে পোশাকটা একটু সমান করে ঘষে নিলেই কুচকানো ভাব উধাও হয়ে যাবে। photo source collected
advertisement
5/5
বাড়ির ইস্ত্রি খারাপ হয়ে গেলে চিন্তা করবেন না। কেটলিতে খানিকটা জল গরম করুন। জল ফুটে উঠলে, কেটলির নীচের অংশটা দিয়ে সামান্য চাপ দিয়ে জামা-কাপড়ের কুচকানো অংশের উপর ঘষুন। জামা-কাপড়ে ইস্ত্রি করার মতোই ফল পাবেন। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ইস্ত্রি ছাড়াও জামা কাপড় আয়রন করা যায়! রইল ৫ সহজ পদ্ধতি!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল