TRENDING:

Fake Eggs: বাজার ছেয়েছে 'নকল ডিম'-এ, অকেজো করছে 'কিডনি-লিভার', কীভাবে চিনবেন এই 'নকল ডিম'? পড়ুন

Last Updated:
দোকানের তাকে থরে থরে সাজানো এই 'নকল ডিম'। না বুঝেই মানুষে কিনে আনছেন, রান্না করে খেয়েও ফেলছেন, আর তাতেই বারোটা বাজছে স্বাস্থ্যের! মারাত্মক ক্ষতিকর এই 'নকল ডিম' আসলে কী? কীভাবে বুঝবেন আপনি আসল ডিম কিনছেন না 'নকল ডিম'? 'নকল ডিম' খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া কী কী? কীভাবে 'নকল ডিম' চিনবেন? জেনে নিন বিস্তারিত
advertisement
1/8
বাজার ছেয়েছে 'নকল ডিম'-এ, অকেজো করছে 'কিডনি-লিভার', কীভাবে চিনবেন এই 'নকল ডিম'?
সম্প্রতিকালে নকল পনিরের রমরমা হয়েছিল গোটা দেশজুড়ে। দেশের নানা প্রান্তে তল্লাশি চালিয়ে টন টন নকল পনির বাজেয়াপ্ত করে খাদ্য দফতর! এবার বাজারে নয়া এন্ট্রি 'নকল ডিম'। দোকানের তাকে থরে থরে সাজানো এই 'নকল ডিম'। না বুঝেই মানুষে কিনে আনছেন, রান্না করে খেয়েও ফেলছেন, আর তাতেই বারোটা বাজছে স্বাস্থ্যের! মারাত্মক ক্ষতিকর এই 'নকল ডিম' আসলে কী? কীভাবে বুঝবেন আপনি আসল ডিম কিনছেন না 'নকল ডিম'? 'নকল ডিম' খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া কী কী? কীভাবে 'নকল ডিম' চিনবেন? জেনে নিন বিস্তারিত
advertisement
2/8
'নকল ডিম' আদতে কী? 'নকল ডিম' হল কৃত্রিমভাবে তৈরি একপ্রকার 'ডিম'। দেখতে ডিমের মতো হলেও এটি আদতেই ডিম নয়। কারণ, ডিমে থাকে একাধিক স্বাস্থ্যকর, পুষ্টিকর উপদান। কিন্তু 'নকল ডিম'-এ থাকে সিন্থেটিক কেমিক্যাল যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
advertisement
3/8
'নকল ডিম' কী দিয়ে তৈরি? 'নকল ডিম'-এর কুসুম বানানো হয় গেলাটিন, সোডিয়াম অ্যালিজিনেট আর হলুদ রং-এর ফুড কালার দিয়ে। 'নকল ডিম'-এর সাদা অংশ বানানো হয় প্যারাফিন ওয়্যাক্স, জিপসাম পাউডার আর ক্যালসিয়াম সালফাইট দিয়ে।
advertisement
4/8
'নকল ডিম' খেলে শরীরে কী হয়? পুষ্টিবিদরা বলেন, 'নকল ডিম' খেলে হজমের সমস্যা হয়। ক্ষতিকর কেমিক্যালের প্রভাবে পেট ব্যথা, বমি বমিভাব, ডায়েরিয়া, গ্যাস হতে পারে।
advertisement
5/8
'নকল ডিম'-এ থাকে ক্যালসিয়াম অ্যালজিনেট, জেলাটিন আর প্লাস্টিকের মতো ক্ষতিকর উপাদান যার ফলে ফুড পয়েজনিং ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের সমস্যা হতে পারে। নকল ডিম খাওয়ার ফলে লিভার ও কিডনির অসুখ হতে পারে
advertisement
6/8
কীভাবে 'নকল ডিম' চিনবেন? আসল ডিমের খোলস কখনওই একেবারে মসৃণ হবে না। ছোট ছোট ছিদ্র থাকবে। কিন্তু 'নকল ডিম'-এর খোলস অনেকটাই বেশি কঠিন, খোলসে কোনও ছিদ্র-ও থাকবে না।
advertisement
7/8
একটা পাত্রে জল নিয়ে ডিমগুলি রাখুন। আসল ডিম জলে ডুবে যাবে। 'নকল ডিম' জলে ভাসবে।
advertisement
8/8
কানের কাছে ডিমটি এনে ঝাঁকান। আসল ডিম যদি অনেকদিনের পুরনো হয়, তাহলে একটা হালকা আওয়াজ পাবেন। অন্যদিকে, নকল ডিম কানের কাছে ঝাঁকালে জোরে আওয়াজ হবে। নকল ডিম সেদ্ধর কুসুম অনেকটা রাবারের মতো। এ ছাড়াও নকল ডিমের খোলস পুড়ালে প্লাস্টিকের গন্ধ পাবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fake Eggs: বাজার ছেয়েছে 'নকল ডিম'-এ, অকেজো করছে 'কিডনি-লিভার', কীভাবে চিনবেন এই 'নকল ডিম'? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল