Facial at home: পুজোর দিনে নিমেষেই ফিরবে ত্বকের জেল্লা! বাড়িতে ফলের খোসা দিয়েই করুন ফেসিয়াল
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ankita Tripathi
Last Updated:
কমলা লেবুতে রয়েছে ভিটামিন সি এবং ন্যাচরাল অয়েল। এটি এক্সফলিয়েটর হিসেবে দারুন কাজ করতে পারে। ত্বকের কালো দাগ, ব্রণর দাগ কম করে।
advertisement
1/6

ফল খেলে যেমন শরীরের পুষ্টি হয়। তেমনই ফলের রস ত্বকের উপকারও করে থাকে। সরাসরি ফলের রস ত্বকে লাগালে নানা রকম উপকার হয়। আর শুধু রসই নয়। বরং কিছু কিছু ফলের খোসাও দিতে পারে দারুন উপকার। মুখের ত্বকে ঔজ্জ্বল্য আনতে ব্যবহার করা যেতেই পারে ফলের খোসা।
advertisement
2/6
কোন ফলের খোসার কেমন গুণ, দেখে নেওয়া যাক এক নজরে— কমলা লেবু— কমলা লেবুতে রয়েছে ভিটামিন সি এবং ন্যাচরাল অয়েল। এটি এক্সফলিয়েটর হিসেবে দারুন কাজ করতে পারে। ত্বকের কালো দাগ, ব্রণর দাগ কম করে। সব থেকে বড় বিষয় এটি কোলাজেন গঠন বাড়ায়। তার ফলে ত্বক বুড়িয়ে যাওয়া রোধ হয়।
advertisement
3/6
লেবুর খোসা— লেবুর খোসা অতিরি্ক্ত তৈলাক্ত ভাল দূর করে মুখে উজ্জ্বলতা আনে। লেবুর খোসা গুঁড়ো করে মধু দিয়ে মুখে লাগানো যেতে পারে।
advertisement
4/6
কলার খোসা— কলার খোসাও খুব উপকারী। এতে থাকে ভিটামিন এ, বি, সি। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এটি খুবই উপকারী। মুখের কালো দাগও দূর হয়। ব্যবহার করাও সহজ। কলা খাওয়ার পর খোসা মুখে আলতো করে ঘষে কিছুক্ষণ পর ধুয়ে ফেললেই হবে।
advertisement
5/6
পেঁপের খোসা— পেঁপের খোসা ছাড়িয়ে তার রসাল দিকটা মুখে ভাল করে মেখে নেওয়া যেতে পারে। ১০ মিনিট পর ধুয়ে ফেললেই হবে। এতে ত্বক উজ্জ্বল হবে। কারণ পেঁপের খোসায় রয়েছে প্রাকৃতিক এক্সফোলিয়েটর।
advertisement
6/6
কিউইর খোসা— ভারতে এই ফলটি এখনও তেমন সুলভ নয়। তবে পাওয়া যায়। কিউই-র খোসাতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে। তাই এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে। এই ফলের খোসা দইয়ের সঙ্গে ব্লেড করে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। তারপর হালকা গরম জলে ধুয়ে ফেললেই হল। ত্বকের মৃত কোষ দূর হয়ে ত্বক উজ্জ্বল হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Facial at home: পুজোর দিনে নিমেষেই ফিরবে ত্বকের জেল্লা! বাড়িতে ফলের খোসা দিয়েই করুন ফেসিয়াল