Face Serum for Skin Care: নামী-দামি ডে-নাইট ক্রিম না, এখন ফেস সিরামের যুগ! এই এক ফোঁটায় হবে কামাল, সোনা রং গড়াবে গাল বেয়ে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Face Serum for Skin Care: নামী-দামি ডে-নাইট ক্রিম মুখে মেখে ত্বকের যত্নের বদলে ফেস সিরামে বিশ্বাস রাখুন। কোনটা মাখবেন শীতকালে, কখন মাখবেন জানুন...
advertisement
1/8

বয়স হলে ত্বকে নানা রকম সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। কিন্তু এখন অল্প বয়সেই মুখে মেচেতা পড়তে দেখা যায়। কম বয়সে হওয়া মুখভর্তি ব্রণের দাগও রয়ে গিয়েছে। নিয়মিত অযত্নের ফলে আরও যা যা হওয়ার হচ্ছে। বিশেষ করে শীতকালে ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি।
advertisement
2/8
নামী-দামি ডে-নাইট ক্রিম মুখে মেখে ত্বকের যত্নের বদলে ফেস সিরামে বিশ্বাস রাখুন। ত্বক বিশেষজ্ঞ দেবায়ন নাগের মতে, একটি সেরামেই ত্বকের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব।
advertisement
3/8
আর সেই সেরাম হল ভিটামিন সি ফেস সেরাম। বাজারচলতি বিভিন্ন ব্র্যান্ড হোক বা বাড়িতে তৈরি, ভিটামিন সি সিরাম ত্বকের জন্য ভীষণ উপকারী। এমনকি ত্বকের নিজস্ব প্রোটিন বা কোলাজেনের উৎপাদন বাড়িয়ে তুলতেও সাহায্য করে এই প্রসাধনীটি।
advertisement
4/8
বাড়িতে ভিটামিন সি সিরাম তৈরি করতে কী কী লাগবে?
advertisement
5/8
উপকরণ: ২ টেবিল চামচ অ্যাসকরবিক অ্যাসিড, ২ চা চামচ পরিস্রুত জল, ২ চা চামচ গোলাপজল, ১ টেবিল চামচ গ্লিসারিন, ১টি ভিটামিন ই ক্যাপসুল।
advertisement
6/8
প্রথমে পরিষ্কার, বায়ুরোধী একটি কাচের শিশি জোগাড় করুন। এ বার তার মধ্যে অ্যাসকরবিক অ্যাসিড, গোলাপজল, পরিস্রুত জল সঠিক অনুপাতে মিশিয়ে নিন। তার পর গ্লিসারিন এবং ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে দিন। সব উপকরণ ভাল করে মিশিয়ে নিলেই সিরাম তৈরি যাবে।
advertisement
7/8
ভিটামিন সি সিরাম কখন মাখবেন? দিনে দু’বার এই সিরাম মাখা যেতে পারে। রাতে শোয়ার আগে ভাল করে মুখ পরিষ্কার করে ভিটামিন সি সিরাম মাখতে পারেন। তার পর অবশ্যই ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার মাখবেন।
advertisement
8/8
দিনের বেলা সিরাম মাখার পর সানস্ক্রিন মাখা যেতে পারে। যেহেতু ভিটামিন সি সিরামের মূল উপাদানই হল অ্যাসকরবিক অ্যাসিড, তাই এটি মাখার পর ত্বকে অস্বস্তি হতে পারে। এই ধরনের সিরাম মাখার আগে 'প্যাচ' টেস্ট করে নিতে পারলে ভাল হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Face Serum for Skin Care: নামী-দামি ডে-নাইট ক্রিম না, এখন ফেস সিরামের যুগ! এই এক ফোঁটায় হবে কামাল, সোনা রং গড়াবে গাল বেয়ে