Foggy Glasses With Mask: মাস্ক পরলে চশমার কাচ আবছা হয়ে যাচ্ছে নিশ্বাসে? রইল প্রতিকারে উপায়
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Foggy Glasses With Mask: দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতে আবার মাস্ক পরা শুরু হয়েছে। কিন্তু যারা চশমা পরেন তাদের একটি সমস্যায় পড়তে হয় বারবার। মাস্ক পরে নিঃশ্বাস নিলেও অমনি চোখের সামনেটা ঝাপসা। কী ঝামেলা! বারবার চশমার কাচ মুছতে মুছতে নাজেহাল অবস্থা।
advertisement
1/6

চশমা জিনিসটা ভাল ভাবে দেখতে সহযোগিতা করে বইকি, কে তা অস্বীকার করবে? তবে পাশাপাশি এটাও স্বীকার করে নিতেই হয় যে জীবনযাত্রার বেশ কিছু ধাপে জিনিসটা অসহযোগিতাও বড় কম করে না। ঠিক একটা বাচ্চা মতোই যত্ন নিতে হয় তার। ফের দেশে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ৯ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৩০০% বৃদ্ধি পেয়েছে। গত ১০ দিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৭ থেকে বেড়ে হয়েছে ৪,০০০-এ!
advertisement
2/6
আর এই সংক্রমণ থেকে বাঁচতে ফের শুরু হয়েছে মাস্ক ব্যবহার। সেই সঙ্গে ফিরে এসেছে ঝক্কি - ফেস মাস্ক পরলে চশমা নাকে, কানে ঠিক মতো বসে না, মাঝে মাঝেই নেমে আসতে চায়! তার উপরে নাক থেকে গরম হাওয়া বেরিয়ে এসে কাচদু'টোকেও আকছার করে তোলে ঝাপসা! দেখে নেওয়া যাক এক এক করে- এই সমস্যা সমাধানে কী কী প্রতিকারের উপায় রয়েছে আমাদের হাতের কাছে!
advertisement
3/6
স্পেশ্যাল স্প্রে - যাঁরা সারাক্ষণ চশমা পরে থাকেন, তাঁদের এটা কিনে রাখা উচিৎ। এই জাতীয় অ্যান্টি-ফগ লোশন চশমার কাচে স্প্রে করে দিয়ে সেটা একবার মুছে নিতে হয়। তার পর হাজার মাস্ক পরে থাকলে যত গরম নিশ্বাসই বেরিয়ে আসুক না কেন, কাচ আবছা হবে না।
advertisement
4/6
ফিটেড মাস্ক - যে মাস্কটা পরছি আমরা, সেটা ফিটেড, মানে একেবারে মাপে মাপ হতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নাকের চারপাশে ফাঁকা জায়গা না থাকে। তাহলেই আর গরম হাওয়া বেরিয়ে এসে চশমার কাচ আবছা করে দিতে পারবে না।
advertisement
5/6
লিকুইড সোপ- লিকুইড সোপের এক ফোঁটাও এক্ষেত্রে কাজে আসতে পারে। চশমার কাচে এক ফোঁটা ফেলে একটা কাপড় দিয়ে বেশ করে মুছে নিলেই হল। লিকুইড সোপের স্বচ্ছ আবরণ নিশ্বাসে কাচ আবছা হতে দেবে না, আবার দেখার অসুবিধাও করবে না.
advertisement
6/6
নাকে টেপ লাগিয়ে রাখা - মেডিক্যাল টেপ যদি ফেস মাস্কের যে অংশটা নাকে আছে, তার উপরে লাগিয়ে রাখা যায়, তাতেও কাজ হবে। এক্ষেত্রে ওই টেপ মাস্কটাকে নাকের সঙ্গে আটকে রাখবে, ফলে চশমার কাচ আবছা হওয়ার কোনও জায়গাই থাকবে না!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Foggy Glasses With Mask: মাস্ক পরলে চশমার কাচ আবছা হয়ে যাচ্ছে নিশ্বাসে? রইল প্রতিকারে উপায়