Eye Twitching: ডান বা বাম চোখের পাতা কাঁপছে ? শুভ অশুভ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো? আসল কারণ জানলে চমকে উঠবেন
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Eye Twitching: মাঝেমাঝেই চোখ কেঁপে ওঠে? কুসংস্কার নয়, আপনি হয়তো এই জটিল রোগে ভুগছেন
advertisement
1/6

এভাবে হঠাৎই চোখের পাতা কেঁপে ওঠার ফলে ভুল ভ্রান্তধারনা নিয়ে ভাবেন সামনে বিপদ অপেক্ষা করছে। তবে বিপদ নয় বরং চোখের পাতা কাঁপা যে স্বাস্থ্যের সমস্যার নয় তো এটি নিশ্চিত করা প্রয়োজন।
advertisement
2/6
মাঝে মাঝেই চোখের পাতা হঠাৎই কেঁপে ওঠে। অনেক্ষেত্রে ভাল কিছু করার পরিকল্পনার আগে এমন হলে তো ভয়টা একটু বেশিই হয়। এমন লক্ষনকে অনেকেই অশুভ মনে করেন।
advertisement
3/6
চোখের পাতা কেঁপে ওঠার আরও একটি কারন হল মানসিক চাপ। প্রত্যহিক জীবনে নানা কাজ ও সমস্যার কারণে মানসিক চাপ আসাটা স্বাভাবিক। একইভাবে দিনের পর দিন মানুষের চাপ চোখের পাতা কাঁপা বা লাফানোর অন্যতম কারন।
advertisement
4/6
শারীরিক বিভিন্ন সমস্যার কারণে চোখের পাতা লাফাতে পারে। তবে একটি বা দুটি কারণে বিভিন্ন কারণে চোখের এমন সমস্যা হয়। দীর্ঘক্ষণ ধরে টিভি, কম্পিউটার, কিংবা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা চোখের পাতা কাঁপার একটি কারণ।
advertisement
5/6
চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান, পর্যাপ্ত ঘুমের অভাবে চোখের পাতা লাফানোর একটি কারণ হতে পারে। দৈনন্দিন জীবনে কাজের ব্যস্ততা, স্ট্রেসের ফলে অনেক সময় প্রয়োজনীয় ঘুম হয় না অনেকেরই। এমন মানসিক চাপ কিংবা ক্লান্ত থেকে চোখের পাতা কেঁপে উঠতে পারে।
advertisement
6/6
শরীরে সঠিক পরিমাণে পুষ্টি না থাকলে সে কারণে চোখের পাতা লাফাতে পারে। শরীরে যদি ম্যাগনেসিয়ামের অভাব হয় তাহলে এই সমস্যা দেখা দিতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Eye Twitching: ডান বা বাম চোখের পাতা কাঁপছে ? শুভ অশুভ ভেবে এড়িয়ে যাচ্ছেন না তো? আসল কারণ জানলে চমকে উঠবেন