Expired Medicine Hacks: মিনিটে ঝকঝকে টয়লেট, বেসিন! এক্সপায়ার্ড ওষুধেই হবে ম্যাজিক...ফেলবেন না, পুরনো ওষুধকে ব্যবহারের ৪ উপায় জানলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Toilet Cleaning DIY with Expired Medicine: নির্দিষ্ট সময়সীমা পর্যন্তই ব্যবহারযোগ্য থাকে ওষুধপত্র। তারপরেই আবর্জনায় স্থান হয় এক্সপায়ার্ড ওষুধের। কিন্তু জানেন কী এই এক্সপায়ার্ড ওষুধকে দিব্যি ফের ব্যবহার করা যায় বিভিন্ন উপায়ে।
advertisement
1/8

একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্তই ব্যবহারযোগ্য থাকে ওষুধপত্র। তারপরেই আবর্জনায় স্থান হয় এক্সপায়ার্ড ওষুধের। কিন্তু জানেন কী এই এক্সপায়ার্ড ওষুধকে দিব্যি ফের ব্যবহার করা যায় বিভিন্ন উপায়ে।
advertisement
2/8
ওষুধের সময়সীমা পেরিয়ে গেলে তা চিকিত্সার কাজে একেবারেই ব্যবহার করা যায় না। ব্যবহার করা একেবারেই অনুচিত। কখনওই ভুল করেও খাওয়া উচিত নয় এক্সপায়ার্ড ওষুধ।
advertisement
3/8
কিন্তু চিকিত্সায় ব্যবহার না করা গেলেও অন্যভাবে ব্যবহার করা যেতে পারে নষ্ট ওষুধপত্র। ফেলে না দিয়ে গৃহস্থালির বেশ কয়েকটি কাজে লাগাতে পারেন এইসব ওষুধ।
advertisement
4/8
মেয়াদোত্তীর্ণ ওষুধগুলিকে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিন। এই গুঁড়ো একটি স্প্রে বোতলে ভরে জলে গুলে নিন। এবার গাছগুলিতে স্প্রে করতে পারেন। গাছের জন্য সারের মতো কাজ করবে। এটি গাছের বৃদ্ধি উন্নত করবে।
advertisement
5/8
মেয়াদ উত্তীর্ণ ওষুধকে সাফ সাফাইয়ের কাজেও ব্যবহার করতে পারেন। ওয়াশ বেসিন পরিষ্কারের জন্যও ব্যবহার করতে পারেন।
advertisement
6/8
এই ওষুধগুলির গুঁড়ো এবং বেকিং সোডা গরম জলে মিশিয়ে নিন। এবার সিঙ্কে দিয়ে পরিষ্কার করুন। সিঙ্কে ব্লক থাকলে তাও খুলে যাবে।
advertisement
7/8
ওষুধের মোড়কগুলিকেও আপনার গৃহস্থালির কাজে লাগাতে পারেন। ওষুধের মোড়কগুলিকে জলে ফুটিয়ে নিন। তারপর এটি দিয়ে আপনার বাড়ির বাসন পরিষ্কার করুন। পাত্রের চকচকে আবার ফিরে আসবে।
advertisement
8/8
কিছু ওষুধ টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এগুলো জলে মিশিয়ে টয়লেট পরিষ্কার করা যায়। তাই এখন থেকে খারাপ ওষুধ থেকে মুক্তি পেতে এই হ্যাকগুলি ব্যবহার করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Expired Medicine Hacks: মিনিটে ঝকঝকে টয়লেট, বেসিন! এক্সপায়ার্ড ওষুধেই হবে ম্যাজিক...ফেলবেন না, পুরনো ওষুধকে ব্যবহারের ৪ উপায় জানলে চমকে যাবেন