TRENDING:

Weekend trip from Kolkata: আপনি বৃষ্টি ভালবাসেন? আগামী সপ্তাহান্তে কলকাতার আশেপাশে ঘুরে আসুন এই জায়গাগুলোতে

Last Updated:
advertisement
1/5
আপনি বৃষ্টি ভালবাসেন? আগামী সপ্তাহান্তে কলকাতার আসেপাশে ঘুরে আসুন এই জায়গাগুলোতে
আপনি কি বেড়াতে ভালবাসেন? কলকাতাকে বলা হয় সিটি অব জয়, ভালবাসার শহরে রোম্যান্সের তো অন্ত নেই। একটু বৃষ্টি পড়লেই আপনার মনটা ঘুরু ঘুরু করতে থাকে। কলকাতা থেকে অদূরেই রয়েছে আপনার সপ্তাহান্ত কাটানোর ঠিকানা। জেনে নিন সেই মনসুন গেটওয়েগুলোর হদিশ!
advertisement
2/5
পুরী, ওড়িশা: পুরীর কথা মাথায় এলেই যে দুটো শব্দ আপনার মাথায় ঘুরপাক খায়, তা হল পুরীর জগন্নাথ মন্দির এবং গোল্ডেন বিচ। কলকাতা থেকে ৪৫৫ কিমি দূরেই রয়েছে এই সমুদ্র বিচ। বর্ষাকালে পুরীর সমুদ্র হয় দেখার মতো। ফলে এই উইকেন্ডে মন ভালো করতে চট করে ঘুরে আসুন জগন্নাথের থানে।
advertisement
3/5
গ্যাংটক, সিকিম: সিকিমের রাজধানী হল গ্যাংটক। ৬৯৫ কিমি দূরে গেলেই পাহাড়ের শান্তি অপেক্ষা করছে আপনার জন্য। ঘুম থেকে উঠে জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা। ভাল খাবার, পাহাড় আর মেঘের আমেজ নিতে চটপট ঘুরে আসুন গ্যাংটকে।
advertisement
4/5
কার্শিয়াং, পশ্চিমবঙ্গ: কলকাতা থেকে ৬১০ কিমি দূরত্বেই রয়েছে এই ডেস্টিনেশন। দার্জিলিং থেকে মাত্র ৩০ কিমি দূরত্বেই রয়েছে এই মেঘের স্বর্গ।
advertisement
5/5
সান্দাকফু, পশ্চিমবঙ্গ: কলকাতা থেকে ৫০০ কিমি দূরে নেপালের বর্ডারে রয়েছে এই ডেস্টিনেশন। সিংগালিলা ন্যাশনাল পার্কের গেটওয়ে এটা। ট্রেকিং-এর নেশা থাকলে চটপট ব্যগ গুছিয়ে বেড়িয়ে পড়়ুন সান্দাকফুর উদ্দেশ্যে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend trip from Kolkata: আপনি বৃষ্টি ভালবাসেন? আগামী সপ্তাহান্তে কলকাতার আশেপাশে ঘুরে আসুন এই জায়গাগুলোতে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল