TRENDING:

Excessive sweating: বাচ্চার কি খুব ঘাম হয়, দ্রুত ক্লান্ত হয়ে পড়ে? গোপনে এই বড় রোগগুলি বাসা বাঁধেনি তো?

Last Updated:
Excessive sweating: আপনার সন্তানও কি অল্পেতেই হাঁপিয়ে ওঠে? খুব ঘামে? তাহলে এখন থেকেই সাবধান হোন।
advertisement
1/10
বাচ্চার খুব ঘাম হয়! দ্রুত ক্লান্ত হয়ে পড়ে?গোপনে এই বড় রোগগুলি বাসা বাঁধেনি তো?
যে বয়সে খেলাধুলো করার কথা, সেই সময়ে যদি সন্তান অসুস্থ হয়ে পড়ে তা হলে মা বাবার চিন্তার শেষ থাকে না। আপনার সন্তানও কি অল্পেতেই হাঁপিয়ে ওঠে? খুব ঘামে? তাহলে এখন থেকেই সাবধান হোন। কারণ হতেই পারে, আপনাক বাচ্চার শরীরে বাসা বাঁধছে রোগ যেগুলি আরও বড় আকার নিতে পারে।
advertisement
2/10
দুধরনের ঘাম হয়। একটি হল Generalized excessive sweating। এক্ষেত্রে পুরো শরীর ঘামতে থাকে। ঘামতে ঘামতে পোশাক ভিজে যায়।
advertisement
3/10
আর একটি হল Local excessive sweating। এক্ষেত্রে শরীরে যে কোনও একটা অংশে, যেমন মুখ, বগল, ঘাড়ে খুব ঘাম হয়।
advertisement
4/10
তাপমাত্রা বেশি থাকলে ঘাম হবেই। কিন্তু যদি স্বাভাবিকের তুলনায় আপনার সন্তান বেশি ঘামতে থাকে তাহলে অবশ্যই সাবধান হোন। কী কী কারণে বাচ্চাদের বেশি ঘাম হতে পারে দেখে নেওয়া যাক।
advertisement
5/10
শরীরে কোনও ইনফেকশন বাসা বাঁধলে ঘাম বেশি হয়। অনেক সময় নিঃশব্দে বাসা বাঁধা ইনফেকশনের একমাত্র উপসর্গ হয় অতিরিক্ত ঘাম। এর মধ্যে অন্যতম হল টিউবারকুলোসিস।
advertisement
6/10
হাইপারথায়রডিজম এর কারণেও ঘাম বেশি হয়। উদ্বেগ, ওজন কমে যাওয়া, দ্রুত হৃদস্পন্দনের মতো উপসর্গও দেখা যায়।
advertisement
7/10
বাচ্চারাও ডায়াবিটিসে আক্রান্ত হয়। অতিরিক্ত ঘাম এর একটি উপসর্গ। এর পাশাপাশি বার বার মূত্র ত্যাগ করা এবং গলা শুকিয়ে যাওয়াও ডায়াবিটিসের লক্ষণ। ঘাম থেকে নেল পলিশ রিমুভারের গন্ধ বের হয়।
advertisement
8/10
শিশুদেরও হৃদযন্ত্রের সমস্যা থাকতে পারে। তখন অতিরিক্ত ঘামের মতো উপসর্গ দেখা যায়। এমনকি এরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে। দ্রুত শ্বাস নেয়,কাশির মতো উপসর্গ দেখা যায়।
advertisement
9/10
এছাড়া হরমোনাল ইমব্যালান্স হলেও এমন হতে পারে। তাই সন্তান যদি স্বাভাবিকের চেয়ে বেশি ঘামে বা সন্তান যদি অল্পেতেই হাঁপিয়ে ওঠে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যান।
advertisement
10/10
ওষুধের কারণে বাচ্চাদের মধ্যেও হাই ব্লাড প্রেশার দেখা যায় যার উপসর্গ অতিরিক্ত ঘাম হওয়া।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Excessive sweating: বাচ্চার কি খুব ঘাম হয়, দ্রুত ক্লান্ত হয়ে পড়ে? গোপনে এই বড় রোগগুলি বাসা বাঁধেনি তো?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল