Excessive Burping Problem: ঘন ঘন ঢেকুর ওঠে? সারাদিনে কতবার ঢেকুর তোলা স্বাভাবিক জানেন? অতিরিক্ত ঢেকুর বড় রোগের লক্ষণ!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Excessive Burping Problem: অনবরত ঢেকুর হতে পারে মারণরোগের লক্ষণ! সম্প্রতি এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ফ্লোরিডার এক মহিলার কিছুতেই ঢেকুর থামছিল না। তারপর?
advertisement
1/8

ঢেকুর ওঠা খুব স্বাভাবিক একটি ঘটনা। বদহজম বা গ্যাস হলে অনেক সময় আমাদের ঢেকুর ওঠে। তা নিয়ে মাঝে মধ্যে সমস্যায় পড়তেও হয়। কিন্তু হঠাৎ করেই কী বেড়ে গিয়েছে এই ঢেকুর তোলা? যখন তখন বাজ আওয়াজ করে ঢেকুর ওঠে? তাহলে কিন্তু সাবধান হতে হবে এখুনি। (Image Courtesy-- google)
advertisement
2/8
চিকিৎসকদের মতে, ঢেকুর হল খাবার পরিপাকের সঙ্গে যুক্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। যা কোনও দিক থেকেই ক্ষতিকর নয়। তবে, একটা মানুষ কতবার ঢেকুর তুলবেন তা নির্ভর করে হজমের উপর। অনেকে বিশেষ শব্দে ঢেকুর তোলে, এক্ষেত্রে ধরে নেওয়া হয় তাঁদের হজমের জোরদার কোনও সমস্যা রয়েছে। (Image Courtesy-- google)
advertisement
3/8
সাম্প্রতিক একটি গবেষণা বলছে দিনে ৩০ বার পর্যন্ত ঢেকুর তোলা স্বাভাবিক। বেশির ভাগের ক্ষেত্রেই তা হজম সংক্রান্ত সমস্যার সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে। (Image Courtesy-- google)
advertisement
4/8
ঘন ঘন ঢেকুর তুললে শুধু হজমের গোলমাল নয়, অন্য আরও অনেক রোগেরই কবলে পড়তে পারেন। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, বাওয়েল সিন্ড্রম বা ‘আইবিএস’ মতো সমস্যায় এমন লক্ষণ দেখা যায়। (Image Courtesy-- google)
advertisement
5/8
অনবরত ঢেকুর হতে পারে মারণরোগের লক্ষণ! সম্প্রতি এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ফ্লোরিডার এক মহিলার কিছুতেই ঢেকুর থামছিল না। অবশেষে চিকিৎসকের কাছে গিয়েই অবাক হন মহিলা। জানা যায় তিনি কোলন ক্যানসারের শিকার। একই রকম ঘটনা ঘটেছে আরও এক মহিলার ক্ষেত্রে! (Image Courtesy-- google)
advertisement
6/8
যদিও ঢেকুরের সঙ্গে কোলন ক্যানসারের সম্পর্ক নেই। তবে কোলন ক্যানসার শরীরে বাসা বাঁধলে পরিপাক ক্রিয়ায় গোলমাল হয়। গ্যাস হয়, সেই থেকেই ঘন ঘন ঢেকুর ওঠে। তাই সাবধান করছেন ডাক্তাররা। (Image Courtesy-- google)
advertisement
7/8
তবে শুধু কোলন ক্যানসার নয়, পেটের নানা অসুখ হলেও খাবার ঠিক মতো হজম হয় না। সে ক্ষেত্রেও হতে পারে এই ঘন ঘন ঢেকুর! (Image Courtesy-- google)
advertisement
8/8
তবে স্বাভাবিকের থেকে যদি বেশি ঢেকুর ওঠে বা কিছু খেলেই ঢেকুর উঠলে ঘরোয়া টোটকা না মেনে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত! (Image Courtesy-- google)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Excessive Burping Problem: ঘন ঘন ঢেকুর ওঠে? সারাদিনে কতবার ঢেকুর তোলা স্বাভাবিক জানেন? অতিরিক্ত ঢেকুর বড় রোগের লক্ষণ!